এক্সপ্লোর
দেখুন: মেয়ে সারার পরিচালকের সঙ্গে দেখা করতে অফিসে গেলেন সইফ আলি খান
![দেখুন: মেয়ে সারার পরিচালকের সঙ্গে দেখা করতে অফিসে গেলেন সইফ আলি খান sara ali khan meeting director abhishek kapoor with father saif ali khan watch video দেখুন: মেয়ে সারার পরিচালকের সঙ্গে দেখা করতে অফিসে গেলেন সইফ আলি খান](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/05/24101905/SARA-SAIF.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: বলিউড অভিনেতা সইফ আলি খানের মেয়ে সারা আলি খান খুব শীঘ্রই সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে 'কেদারনাথ' সিনেমার মাধ্যমে রূপোলি পর্দায় আত্মপ্রকাশ করবেন। এই প্রথম বাবা সইফের সঙ্গে সারাকে তাঁর সিনেমার পরিচালক অভিষেক কপূরের অফিসের বাইরে দেখা গেল।
জানা গেছে, পরিচালকের সঙ্গে বৈঠক করতেই সেখানে গিয়েছিলেন সারা। বাবা সইফ তাঁর সঙ্গে গিয়েছিলেন। সইফকে খুব সাধারণ লুকেই দেখা গিয়েছে। সারা কুর্তা ও পালাজোঁ পরেছিলেন।
প্রথমে কেদারনাথ সিনেমা ডিসেম্বরে মুক্তি পাবে বলে ঠিক ছিল। কিন্তু ওই সময় শাহরুখ খানের জিরো সিনেমা মুক্তি পাবে। এই কারণে নির্মাতারা 'কেদারনাথ'-এর মুক্তির দিন ৩০ নভেম্বর ঠিক করেছেন। পরিচালকের সঙ্গে সইফ ও সারার বৈঠক করতে আসার ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে। সারার অভিষেক সিনেমা নিয়ে বেশ বিতর্ক হচ্ছে। অভিষেক কপূরের বিরুদ্ধে ক্রিআর্জ এন্টারটেনমেন্ট অনিয়মতা ও গাফিলতির অভিযোগ এনেছে। সিনেমার মুক্তি এ জন্যই পিছিয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। বিতর্ক আদালত পর্যন্ত পৌঁছয়। এখন অবশ্য সিনেমার মুক্তির সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। প্রথম সিনেমা মুক্তির আগেই অবশ্য সারার হাতে আরও কয়েকটি সিনেমার অফার এসেছে। কেরিয়ারের শুরুতেই তাঁকে রণবীর সিংহর সঙ্গে দেখা যাবে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)