Sonu Sood: 'খুব মিস করি...', বাবার জন্মবার্ষিকীতে আবেগঘন সোনু সুদ
Sonu Sood Post: তাঁর প্রশংসায় পঞ্চমুখ দেশবাসী। সকলেই একবাক্যে স্বীকার করে নেন যে কোনও কঠিন পরিস্থিতি থেকেই মানুষকে উদ্ধার করার ক্ষমতা রাখেন সোনু সুদ। তার জন্য যথেষ্ট নজিরও রয়েছে বটে।
মুম্বই: বাবার (father) জন্মদিন। কিন্তু বাবা আর নেই। তাই ছোটবেলার ছবি শেয়ার করেই বিশেষ দিনে বাবা শক্তি সুদকে (Shakti Sood) স্মরণ করলেন অভিনেতা সোনু সুদ (Sonu Sood)। কী লিখলেন সেখানে?
বাবার জন্মবার্ষিকীতে আবেগঘন সোনু সুদ
তাঁর প্রশংসায় পঞ্চমুখ দেশবাসী। সকলেই একবাক্যে স্বীকার করে নেন যে কোনও কঠিন পরিস্থিতি থেকেই মানুষকে উদ্ধার করার ক্ষমতা রাখেন সোনু সুদ। তার জন্য যথেষ্ট নজিরও রয়েছে বটে। তবে আজ তিনি খানিক আবেগতাড়িত।
আজ তাঁর প্রয়াত বাবা শক্তি সুদের জন্মবার্ষিকী। বিশেষ দিনে বাবার কথা খুবই মনে পড়ছে তাঁর। এদিন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছোটবেলায় বাবার কোলে বসা ছবি শেয়ার করে অভিনেতা লেখেন, 'শুভ জন্মদিন ড্যাড। সবসময় তোমাকে মিস করি। কোনও একদিন তোমার সঙ্গে ঠিক দেখা হবে যখন তোমাকে চেপে জড়িয়ে ধরব। খুব ভালবাসি বাবা।'
ছবিতে দেখা যাচ্ছে বাবার কোলে বসে রয়েছেন একরত্তি সোনু। দুই জনের পরনেই ট্র্যাডিশনাল পোশাক।
প্রসঙ্গত, সোনু সুদ আপাতত তাঁর আগামী ছবি 'ফতেহ' নিয়ে ব্যস্ত। অ্যাকশন থ্রিলার ঘরানার ছবি এটি। গত মাসের শেষ দিকেই শুরু হয়েছে ছবির শ্যুটিং। এই ছবির হাত ধরেই বড়পর্দায় একসঙ্গে দেখা যাবে সোনু সুদ ও জ্যাকলিন ফার্নান্ডেজকে (Jacqueline Fernandez)। ইনস্টাগ্রামে শ্যুটিং শুরুর পর নিজের হ্যান্ডলে একগুচ্ছ ছবি পোস্ট করেন জ্যাকলিন। প্রথম দিনের শ্যুট থেকে ছবি শেয়ার করেন তিনি। পাঞ্জাবের (Punjab) পবিত্র শহর অমৃতসরে (Amritsar) শ্যুটিং শুরু করেন তাঁরা। গোটা টিম পৌঁছয় গুরুদ্বারে, আশীর্বাদ নিতে। দ্বিতীয় ছবিতে দেখা গেল ক্ষেতের মাঝে বুলেটের সঙ্গে পোজ দিয়েছেন সোনু ও জ্যাকলিন। তৃতীয় ছবিতে জ্যাকলিনকে মাল্টি-কালার্ড স্যুটে দেখা গেল। ছবিগুলি শেয়ার করে জ্যাকলিন লেখেন, 'ফতেহর দুর্দান্ত প্রথম দিন।'
আরও পড়ুন: Raghav Juyal - Shehnaaz Gill: ডেট করছেন রাঘব-শেহনাজ? জল্পনার অবসান ঘটিয়ে মুখ খুললেন অভিনেতা
এর আগে সোনু সুদ তাঁর অনুরাগীদের জন্য প্রথম দিন শ্যুট শুরুর কথা ঘোষণা করে একটি পোস্ট করেন। বৈভব মিশ্র (Vaibhav Mishra) পরিচালিত এই ছবি মূলত সাইবার ক্রাইম ঘরানার। মূল চরিত্রে সোনু ও জ্যাকলিন। চরিত্রগুলি পর্দায় নিখুঁত ফুটিয়ে তোলার জন্য তাঁদের একাধিক ওয়ার্কশপও করতে হয়েছে বলে খবর। শ্যুটিংয়ের সময় এথিক্যাল হ্যাকারসদের সাহায্য নেওয়া হবে বলেও জানা গেছে।