এক্সপ্লোর
Advertisement
দূরদর্শনের অ্যাঙ্কর শাহরুখ, পুরানো ভিডিও ভাইরাল, বিস্ময় আরও আছে
নয়াদিল্লি: বলিউড বাদশা শাহরুখ খানের একটি ভিডিও ইউটিউবে আপলোড হতেই ভাইরাল হয়ে গেল। আসলে ভিডিওটি প্রায় অনেক পুরানো। তরুণ শাহরুখ দূরদর্শনের একটি গানের অনুষ্ঠানের অ্যাঙ্কর। ভিডিওটি সম্ভবত আশির দশকের শেষের বা নব্বইয়ের দশকের প্রথম দিকের সময়ের। ওই অনুষ্ঠানে শাহরুখ যাঁকে পরিচিত করছেন, তাও একটা সারপ্রাইজ। তিনি কুমার শানু। অনুষ্ঠানে অতিথি শিল্পী কুমার সানু তাঁর অপ্রকাশিত গান গাইছেন।
দূরদর্শনের ওই অনুষ্ঠানের দুই অ্যাঙ্করের মধ্যে একজন শাহরুখ। অন্য অ্যাঙ্করের পরিচয় জানা যায়নি। অনুষ্ঠানের চিত্রনাট্য অনুযায়ী, শাহরুখ জানতে চাইছেন, কুমার শানু কিশোর কুমারের মতো গান করেন কিনা।
কী আশ্চর্য! ভবিষ্যত এই দুজনেই মিলিয়ে দিয়েছিল বলিউডে। শাহরুখের লিপে একের পর এক ব্লকবাস্টার গান গেয়েছেন শানু। ''তুঝে দেখা তো ইয়ে জানা সনম'', ''ইয়ে কালি কালি আঁখে'', ''মেরি মেহেবুবা'', ''বাজিগর'', ''অ্যায় কাশ কে হম''-এর মতো গান তুমুল জনপ্রিয় হয়েছে।
দূরদর্শন-যুগের শাহরুখ ১৯৮৯-এ ''ফৌজি''-র মাধ্যমে টেলিভিশন সিরিজে অভিষেক ঘটে শাহরুখের। যদিও লেখ ত্যান্ডনের দিল দরিয়া-তে তিনি প্রথম অভিনয় করেছিলেন। ১৯৮৮-তে শ্যুটিং শুরু হলেও তা সম্প্রচারের ক্ষেত্রে বিলম্ব হয়। আজিজ মির্জার টেলিভিশন সিরিজ সার্কাস এবং ১৯৯১-এ মণি কউলের মিনিসারিজ ইডিয়ট-এও অভিনয় করেন তিনি।
১৯৯২-এ দিওয়ানা সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় শাহরুখের।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement