Shah Rukh Khan: সম্পর্কের গুঞ্জন ছিল, এই নায়িকাকে কোনোদিন অস্বীকার করতে পারেননি শাহরুখ
Shah Rukh Khan News: গৌরী খানের আপত্তি, শাহরুখের সঙ্গে আর কখনও সিনেমা করেননি এই নায়িকা

কলকাতা: শাহরুখ খান (Shah Rukh Khan) বলিউডের রোম্যান্টিক নায়কদের মধ্যে অন্যতম। কাজ করেছেন একাধিক নায়িকার সঙ্গে। বিভিন্ন বয়সের নায়িকাদের সঙ্গেই তাঁর জমাটি রসায়ন। তবে ব্য়ক্তিগত জীবনে শাহরুখ খানকে 'ওয়ান ওম্যান ম্যান' বা এক নারীতেই আসক্ত পুরুষ বলেই জানেন সবাই। স্ত্রী গৌরী খানের সঙ্গে এত বছর পেরিয়েও যে রসায়ন শাহরুখের, তা সত্যিই দেখা যায় না এই ভাঙনের যুগে। শাহরুখ ও গৌরী যেন সর্বদাই একসঙ্গে। বিশেষ বিশেষ দিনগুলি কাটাতে ভালবাসেন পরিবারের সঙ্গে। তবে এমন মাত্র একজন অভিনেত্রীই রয়েছেন যাঁর সঙ্গে কাজ করতে গিয়ে শাহরুখের নাম জড়িয়ে গিয়েছিল তাঁর সঙ্গে।
সেই অভিনেত্রী আর কেউ নন, তিনি হলেন প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)। একসঙ্গে 'ডন ২' (Don 2) ছবিতে অভিনয় করেছিলেন শাহরুখ ও প্রিয়ঙ্কা। তবে সেই সময়ে তাঁদের হামেশাই একসঙ্গে দেখা যেত তাঁদের। বিভিন্ন পার্টি, নাইট পার্টিতে দেখা যেত শাহরুখ ও প্রিয়ঙ্কাকে। বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে যেতেন তাঁরা। সেই সময়ে শোনা গিয়েছিল প্রিয়ঙ্কা চোপড়ার সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন শাহরুখ।
শাহরুখকে একবার এই বিষয়ে প্রশ্ন করা হলে খোলাখুলি উত্তর দিয়েছিলেন তিনি। শাহরুখ বলছিলেন, 'আমার কাছে এটা ভীষণ মন খারাপ হওয়ার মতো যে আমার সঙ্গে একজন মহিলা কাজ করেছেন আর তাঁকে আমায় নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। আমার সঙ্গে কাজ করা প্রত্যেকটা নারীকে আমি ঠিক যতটা সম্মান দিই, ওকে ততটাই সম্মান করি আমি। কিন্তু আমার মনে হয়, এই ধরণের প্রশ্ন সত্যিই অসম্মানজনক। আমার ভীষণ খারাপ লাগছে। আমি প্রিয়ঙ্কার কাছে ক্ষমা চাইতে চাই। আমি কিছু করেছি, তার জন্য ক্ষমা চাইছি এমনটা নয়, আমায় জড়িয়ে যে প্রিয়ঙ্কাকে এই ধরণের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে, সেই জন্য। প্রিয়ঙ্কা আমার ভীষণ ভাল একজন বন্ধু। ও আমার মনের খুব কাছের, আর চিরকাল তাইই থাকবে।'
শাহরুখ আরও বলেছিলেন, প্রিয়ঙ্কা তাঁর সামনে একজন বাচ্চা মেয়ের মতোই কেরিয়ার শুরু করেছিলেন। কিন্তু এই ধরণের গুজব শাহরুখ ও প্রিয়ঙ্কার বন্ধুত্বকে নষ্ট করে দিচ্ছে। প্রিয়ঙ্কার মিস ওয়ার্ল্ড হওয়ার সফরকে মনে করে শাহরুখ বলেন, সেই সময়ে তাঁরা একসঙ্গে খুব ভাল সময় কাটিয়েছিলেন। তবে এই ধরণের গুজব সত্যিই তাঁদের সম্পর্ককে নষ্ট করে দিচ্ছে।
এই গুঞ্জনের পর থেকে আর কোনও ছবিতে একসঙ্গে দেখা যায়নি শাহরুখ ও প্রিয়ঙ্কাকে।






















