Shah Rukh Khan: 'ম্যায় হুঁ না'-তে অনেকগুলো শট বাদ গিয়েছিল শাহরুখের হাসির জন্য! গল্প শোনালেন ফারহা
Main Hoon Na: 'ম্যায় হুঁ না'- ছবিতে সতীশ শাহের চরিত্রকে কেউই ভুলতে পারেননি। তাঁর সেই মুখ দিয়ে থুতু ছিটিয়ে কথা বলার মতো মজার অভ্যাস মনে আছে সবারই। কিন্তু কেমন ছিল সেই দৃশ্যগুলি শ্যুটিংয়ের অভিজ্ঞতা?
কলকাতা: ২০০৪ সালের সেই ছবিটি এখনও চিরনবীন। 'ম্যায় হুঁ না' (Main Hoon Na)। শাহরুখ খান (Shah Rukh Khan), সুস্মিতা সেন (Sushmita Sen), জায়েদ খান (Zayed Khan), অমৃতা রাও (Amrita Rao) অভিনীত এই ছবি এখনও যেন সেই নব্বইয়ের দশকের প্রেমের ছোঁয়া দেয়। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই ছবির পরিচালক ফারহা খান (Farha Khan) শ্যুটিংয়ের অজানা কিছু গল্প তুলে ধরেছেন।
'ম্যায় হুঁ না'- ছবিতে সতীশ শাহের চরিত্রকে কেউই ভুলতে পারেননি। তাঁর সেই মুখ দিয়ে থুতু ছিটিয়ে কথা বলার মতো মজার অভ্যাস মনে আছে সবারই। কিন্তু কেমন ছিল সেই দৃশ্যগুলি শ্যুটিংয়ের অভিজ্ঞতা? সম্প্রতি একটি সাক্ষাৎকারে মুখ খুললেন ফারহা। তিনি বললেন, 'সতীশের সঙ্গে শ্যুটিং ভীষণ মজার ছিল। আমরা ওকে জল খাওয়াতাম আর সেটা শাহরুখের মুখে ছেটাতে বলতাম। ভাগ্যিস সেসময়ে কোভিড ছিল না। কিন্তু ওই দৃশ্যে অভিনয় করতে গিয়ে বারে বারে হেসে ফেলত শাহরুখ। একাধিক শট শুধু মাত্র কাটতে হয়েছিল শাহরুখ হেসে ফেলছিল বলে। আমি শেষে হেসে বললাম, করে নে সিনটা, সতীশ থুতু ছেটাচ্ছে তোর ওপর।'
ফারহা আরও জানিয়েছেন, 'ম্যায় হুঁ না' ছবিটির সব চরিত্রগুলিই ছিল বাস্তব জীবন থেকে অনুপ্রাণিত। প্রত্যেক কলেজে এমন একজন শিক্ষিকা থাকতেনই যাঁর ওপর সবার মুগ্ধতা ছিল। চাঁদনী চোপড়ার চরিত্রটা সেখান থেকেই অনুপ্রাণিত। ফারহাদের পাড়ায় এমন একজন ছিলেন যিনি অদ্ভুতভাবে ইংরাজি বলতেন। সেটাও রয়েছে ওই ছবিতে।
অন্যদিকে, বক্সঅফিসে কার্যত ঝড় তুলেছে শাহরুখের 'জওয়ান'। প্রথম দিনে দুর্দান্ত ব্যবসার পর বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার খানিক কমে ব্যবসার পরিমাণ। তবে শনিবার ফের ঝড় বক্স অফিসে। দেশের প্রেক্ষাগৃহে এই ছবির আয় ইতিমধ্যেই ছাড়িয়েছে ২০০ কোটির গণ্ডি। শনিবার কত আয় হল? ট্রেড অ্যানালিস্টদের মতে, শনিবার অ্যাটলি পরিচালিত অ্যাকশন ফিল্ম হিন্দিতে আয় করেছে ৬৮ কোটির ওপরে। অন্যদিকে, বিশ্বের দরবারেও অব্যাহত 'জওয়ান' ঝড়। মোট আয়ের পরিমাণ ২৪০.৪৭ কোটি। শুক্রবারের আয়ের পরিমাণ ১০৯.২৪ কোটি টাকা।
ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের পোস্ট অনুযায়ী, 'সুনামি, হারিকেন, টাইফুন... জওয়ান ছবি বক্স অফিসের দৈত্য, তৃতীয় দিনে (শনিবার) বাঁধ ভাঙা ব্যবসা... ইতিহাস তৈরি করল ছবি, সর্বোচ্চ তিন দিনের ব্যবসা (হিন্দি ভাষায়)... এখনও চতুর্থ দিন (রবিবার) বাকি, পিকচার অভি বাকি হ্যায়... বৃহস্পতিবার ৬৫.৫০ কোটি, শুক্রবার ৪৬.২৩ কোটি, শনিবার ৬৮.৭২ কোটি। মোট ১৮০.৪৫ কোটি।' উল্লেখ্য, এই হিসেব কেবলমাত্র ছবির হিন্দি ভাষার আয়ের।
আরও পড়ুন: Suraj Pancholi: সবচেয়ে কম সময়ে সম্পর্ক, জিয়ার মৃত্যুতে ভেঙে পড়েছিলাম: সূর্য পাঞ্চোলি