Shah Rukh Khan: মন্নতের বাইরে ৯৫ দিন ধরে অপেক্ষা ! ভক্তের 'মন্নত' পূরণ শাহরুখের
Shah Rukh Khan Meets Jharkhand Fan: মন্নতের বাইরে ৯৫ দিন ধরে অপেক্ষা করেছেন শাহরুখ খানের এই ভক্ত, তারপর যা হল...
মুম্বই: প্রেমের গানে 'অপেক্ষা'-র কথা অহরহ। তা সেই প্রাচ্য হোক, আর পাশ্চাত্য। যেই অপেক্ষার নির্দিষ্ট কোনও সীমা নেই। অর্থাৎ সোজা কথায় বললে অন্তহীন। তবে পছন্দের তারকার জন্যও অপেক্ষা করেন বটে ভক্তরা। কিন্তু এবার সেই অপেক্ষায় বোধহয় রেকর্ড গড়লেন ঝাড়খণ্ডের এই বাসিন্দা। আজ্ঞে হ্যাঁ, শাহরুখ খানের এই ভক্ত মন্নতের বাইরে ৯৫ দিন ধরে অপেক্ষা করেছেন !
সদ্যই জন্মদিন গিয়েছে শাহরুখ খানের। ২ নভেম্বর দেশ সহ গোটা বিশ্ব থেকেই এসআরকে-র জন্য এসেছে শুভেচ্ছার বার্তা। তবে এতকিছুর মাঝে মনে দাগ কাটার মতো ঘটনাই বটে এটা। যেখানে মন্নতের বাইরে ৯৫ দিন ধরে অপেক্ষা করেছেন শাহরুখ খানের এই ভক্ত । জানা গিয়েছে, কিং খানের এই ভক্ত ঝাড়খণ্ডের বাসিন্দা। সেখানে তাঁর রয়েছে একটি কম্পিউটার সেন্টার। সেটা বন্ধ করেই শাহরুখ খানের সঙ্গে দেখা করার জন্যই তিনি যাত্রা শুরু করেন। যদিও শেষঅবধি স্বপ্ন সফল হয়েছে। ভক্তের সঙ্গে দেখাও করছেন শাহরুখ খান।
একাধিক সাক্ষাৎকারে শাহরুখ নিজেই জানিয়েছেন, তার সঙ্গে দেখতে করতে চাওয়া ভক্তরা ঠিক কী কী করেন। এরই মধ্যে একটি অন্যতম, যেখানে কড়া নিরাপত্তা বলয় পেরিয়ে মন্নতে প্রবেশ করে শাহরুখের এক ভক্ত। এখানেই শেষ নয়, কিং খানের বাড়িতে ঢুকে, তাঁর পার্সোনাল সুইমিং পুলে চানও করেছিলেন। খবর অন্দরমহলে পৌঁছতেই নড়েচড়ে বসেন শাহরুখ। কারণ এমন ঘটনা আগেই ঘটেনি। তবে সেই ভক্ত নাকি সেবার স্পষ্ট জানিয়েছিলেন, বেশি বন্ধুত্বপূর্ণ হওয়ার কোনও প্রয়োজন নেই। কিং খান কোন পুলে স্নান করেন, সেখানে নামার ইচ্ছে ছিল। সেই ইচ্ছেপূরণ হয়েছে। কিন্তু শাহরুখের সঙ্গে দেখা হওয়ার প্রয়োজন নেই।' বলাইবাহুল্য মনে রাখার মতোই ঘটনা বটে।
আরও পড়ুন, তারার মতো জ্বলল অনুপমের গান, সুরে, আবেগে ভাসলেন কলকাতার দর্শকেরা
প্রসঙ্গত, এবারের জন্মদিনে এই প্রথমবার মন্নতের ব্যালকোনিতে আসেননি শাহরুখ খান। কিং খানকে দেখতে না পেয়ে ভক্তরা আশা হারিয়ে ফিরে গিয়েছেন। যেখানে প্রতিবার জনসমুদ্রের মাঝে হাত নাড়তে দেখা যায় শাহরুখকে, সেই চেনা ছবিতে থেকে তিনি এবার বিরত থেকেছেন । কারণ সম্প্রতি সলমন খান একের পর এক প্রাণঘাতি হুমকি পেয়েছেন। যা প্রভাব পড়েছে ইন্ডাস্ট্রিতেও। বলাইবাহুল্য, তাই খুব সতর্ক শাহরুখও।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।