এক্সপ্লোর
অনুরাগীদের আবেগ-উচ্ছ্বাসের মধ্যে পর্দায় শাহরুখের ‘ফ্যান’

কলকাতা: মুক্তি পেল শাহরুখ খানের ‘ফ্যান’। ফার্স্ট ডে, ফার্স্ট শো দেখে মুগ্ধ কলকাতার দর্শকরা। কেউ বাকরুদ্ধ, কেউ নিয়ন্ত্রণে রাখতে পারছেন না উচ্ছ্বাস, আবার কেউ বা ব্যর্থ চোখের জল ধরে রাখতে। এদিন দেশের ৩ হাজার এবং বিদেশের ৭০০ পর্দায় মুক্তি পেল ফ্যান।
যশ রাজের এই সিনেমায় শাহরুখ দ্বৈত ভূমিকায় অভিনয় করেছেন। একজন সুপারস্টার আরয়ান খান, অন্যজন তাঁর সবচেয়ে বড় অনুরাগী গৌরব। মণীষ শর্মা পরিচালিত এই সিনেমার প্রোমোশনের ক্ষেত্রে খুব একটা দেখা যায়নি। কিং খান যশরাজের মার্কেটিং কৌশল ও প্রোমোশন নিয়ে খুশি নন বলে খবর। যাইহোক, সিনেমাটির মুক্তির জন্য আকুল আগ্রহে অপেক্ষা করছিলেন শাহরুখ-অনুরাগীরা। সেই প্রতীক্ষার অবসান হল। প্রেক্ষাগৃহগুলিতে উপচে পড়ল ভিড়। এই সিনেমার প্রোমোশনে শাহরুখ নিজের জীবনের এমন কিছু কথা জানিয়েছেন, যা এতদিন অজানা ছিল। সম্প্রতি শাহরুখ বলেন, তিনি কারুর ফ্যান নন, কারণ এরজন্য কোনও সময়ই তিনি পাননি। অল্প বয়সেই তিনি কাজ শুরু করে দিয়েছিলেন। তাই কারুর ফ্যান হওয়ার আগে তিনি নিজেই তারকা হয়ে ওঠেন।
যশ রাজের এই সিনেমায় শাহরুখ দ্বৈত ভূমিকায় অভিনয় করেছেন। একজন সুপারস্টার আরয়ান খান, অন্যজন তাঁর সবচেয়ে বড় অনুরাগী গৌরব। মণীষ শর্মা পরিচালিত এই সিনেমার প্রোমোশনের ক্ষেত্রে খুব একটা দেখা যায়নি। কিং খান যশরাজের মার্কেটিং কৌশল ও প্রোমোশন নিয়ে খুশি নন বলে খবর। যাইহোক, সিনেমাটির মুক্তির জন্য আকুল আগ্রহে অপেক্ষা করছিলেন শাহরুখ-অনুরাগীরা। সেই প্রতীক্ষার অবসান হল। প্রেক্ষাগৃহগুলিতে উপচে পড়ল ভিড়। এই সিনেমার প্রোমোশনে শাহরুখ নিজের জীবনের এমন কিছু কথা জানিয়েছেন, যা এতদিন অজানা ছিল। সম্প্রতি শাহরুখ বলেন, তিনি কারুর ফ্যান নন, কারণ এরজন্য কোনও সময়ই তিনি পাননি। অল্প বয়সেই তিনি কাজ শুরু করে দিয়েছিলেন। তাই কারুর ফ্যান হওয়ার আগে তিনি নিজেই তারকা হয়ে ওঠেন। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন





















