এক্সপ্লোর
শাহরুখ পুত্র আব্রামের নয়া গিফট কী জানেন? একটা আস্ত ট্রি হাউস

মুম্বই: এক্কেবারে নিজস্ব গাছ বাড়ি। যেমন অরণ্যদেবের ছিল। ঠিক তেমনই এক গাছ বাড়ি বা ট্রি হাউস উপহার পেয়েছে শাহরুখ খানের ৩ বছরের ছেলে আব্রাম। ওই বাড়িতেই থেকে খেলাধুলো করবে সে। বাড়িটা ডিজাইন করেছেন সাবু সিরিল। শাহরুখের বাসস্থান মান্নতও তাঁরই ডিজাইন করা। আব্রামের মা গৌরী ইনটিরিয়র ডিজাইনার। তিনিই ছবিগুলি ইনস্টাগ্রামে দিয়েছেন।
ট্রি হাউসে চড়তে গেলে কাঠের সিঁড়ি পেরিয়ে উঠতে হবে। কাঠের মইয়ের বদলে বিশেষভাবে বানানো হয়েছে এই সিঁড়ি। হাউসের মধ্যে আব্রামের খেলাধুলোর আলাদা জায়গা যেমন রয়েছে, তেমনই রয়েছে তার খেলনাপাতি রাখার জায়গা। আর কী! এবার পুতুল, খেলনা নিয়ে গুছিয়ে বসলেই হল! বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















