Shahid Kapoor: 'খামোকা চেঁচাচ্ছেন কেন?' পাপারাৎজিদের দেখে 'বিরক্ত' শাহিদ কপূর, ভাইরাল ভিডিও
Shahid Kapoor Video: পঙ্কজ কপূর ও সুপ্রিয়া পাঠকের ছেলে রুহান কপূরের বিয়েতে উপস্থিত ছিলেন রত্না পাঠক শাহ্, নারিরউদ্দিন শাহও। তবে যদিও সকলের নজর ছিল বলিউডের দম্পতি শাহিদ কপূর ও মীরা রাজপুতের ওপর।
নয়াদিল্লি: রুহান কপূর (Ruhaan Kapoor) ও মনুকৃতী পাহওয়ার (Manukriti Pahwa) বিয়ের রিসেপশনে চাঁদের হাট। তারকা দম্পতি পঙ্কজ কপূর (Pankaj Kapoor) ও সুপ্রিয়া পাঠকের (Supriya Pathak) ছেলে রুহান। তাঁর বিয়েতে হাজির ছিলেন শাহিদ কপূর (Shahid Kapoor), মীরা রাজপুত (Mira Rajput) সহ পরিবারের সকলেই। অনুষ্ঠান বাড়ির সামনেই মেজাজ হারালেন শাহিদ। রেগে গেলেন পাপারাৎজিদের কাণ্ডে! ঠিক কী ঘটেছিল?
মেজাজ হারালেন শাহিদ?
প্রবীণ অভিনেতা ও অভিভাবক পঙ্কজ কপূর ও সুপ্রিয়া পাঠকের ছেলে রুহান কপূরের বিয়েতে উপস্থিত ছিলেন রত্না পাঠক শাহ্, নারিরউদ্দিন শাহও। তবে যদিও সকলের নজর ছিল বলিউডের দম্পতি শাহিদ কপূর ও মীরা রাজপুতের ওপর। বি-টাউনের 'চর্চিত' দম্পতির স্টাইল নজর কাড়ে সকলের।
কিন্তু সেই অনুষ্ঠানের একটি ভিডিও হয়েছে ভাইরাল। সেখানে শাহিদ কপূরকে খানিক রুষ্ট হতেই দেখা গেল। পাপারাৎজিরা তারকাদের ছবি তুলতে যখন ব্যস্ত থাকেন, তখন তাঁরা তারকাদের নাম ধরে জোরে ডাকেনও। এদিন তাতেই বিরক্তি প্রকাশ করেন শাহিদ। তাঁর নাম ধরে ডাকতেই, শাহিদ ঘুরে তাঁদের চুপ করিয়ে বেশ রাগের স্বরেই বলেন, 'চেঁচাচ্ছেন কেন? কী এমন হয়ে যাবে? আমি এখানেই দাঁড়িয়ে আছি তো। পাগলের মতো চেঁচাচ্ছেন কেন? রিল্যাক্স করুন। যখন আমি গাড়িতে উঠে চলে যাব, তখন চেঁচাবেন। তাহলে তার কোনও মানে দাঁড়ায়।' তাঁর সঙ্গে মা ও স্ত্রীকে দেখতে পাওয়া যায়।
View this post on Instagram
শাহিদ কপূরকে এদিন ধূসর রঙের স্যুটে দেখা গেল, মীরা পরেছিলেন কালো wrap ড্রেস, সেই সঙ্গে পয়েন্টেড হিল জুতো। সম্প্রতি রুহান কপূরের সঙ্গে বিয়ে হয় মনুকৃতী পাহওয়ার। মনোজ পাহওয়া ও সীমা পাহওয়ার মেয়ে মনুকৃতী। দুই পরিবারের তরফে একটি বিয়ের রিসেপশনের আয়োজন করা হয় যেখানে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।
অন্যদিকে, কিছুদিন আগেই, মীরা ও শাহিদ ছুটি কাটাতে পাড়ি দিয়েছিলেন গ্রীসে। সেখানের একাধিক ছবি পোস্ট করেন তাঁরা। ইনস্টাগ্রাম স্টোরিতে একাধিক পোস্ট দিচ্ছিলেন মীরা। ২০১৫ সালের ৭ জুলাই সাত পাকে বাঁধা পড়েন শাহিদ ও মীরা।
আরও পড়ুন: 'Yaariyan 2': প্রকাশ্যে যশ ও দিব্যার প্রেমকাহিনি! মুক্তির অপেক্ষায় 'ইয়ারিয়াঁ ২' ছবির নতুন গান
কাজের ক্ষেত্রে, শাহিদ কপূরকে সম্প্রতি দেখা গেছে অ্যাকশন থ্রিলার 'ব্লাডি ড্যাডি'তে। আলি আব্বাস জাফর পরিচালিত এই ছবি মুক্তি পায় ওটিটিতে। এছাড়া তাঁকে খুব শীঘ্রই কৃতী শ্যাননের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে। অমিত যোশী ও আরাধনা শাহ পরিচালিত এই ছবির নাম এখনও ঠিক হয়নি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন