'Yaariyan 2': প্রকাশ্যে যশ ও দিব্যার প্রেমকাহিনি! মুক্তির অপেক্ষায় 'ইয়ারিয়াঁ ২' ছবির নতুন গান
New Song: ভূষণ কুমার, কৃষণ কুমার, দিব্যা খোসলা কুমার ও আয়ুষ মাহেশ্বরী প্রযোজিত 'ইয়ারিয়াঁ ২' মুক্তি পাচ্ছে ২০ অক্টোবর, ২০২৩। ছবির পরিচালক রাধিকা রাও ও বিনয় সপরু।
!['Yaariyan 2': প্রকাশ্যে যশ ও দিব্যার প্রেমকাহিনি! মুক্তির অপেক্ষায় 'ইয়ারিয়াঁ ২' ছবির নতুন গান Yash Daasguptaa starrer Upcoming Movie Yaariyan 2 to release new song on 6th September 'Yaariyan 2': প্রকাশ্যে যশ ও দিব্যার প্রেমকাহিনি! মুক্তির অপেক্ষায় 'ইয়ারিয়াঁ ২' ছবির নতুন গান](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/02/023a94b2b9df1a8d8fa5939b4e50d01d1693657315033229_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: যত মুক্তির দিন এগিয়ে আসছে ততই ধীরে ধীরে 'ইয়ারিয়াঁ ২'-এর (Yaariyan 2) দুনিয়ার সঙ্গে পরিচিত হচ্ছেন দর্শক। এখনও পর্যন্ত দর্শক দিব্যা খোসলা কুমার (Divya Khosla Kumar), পার্ল ভি পুরী, মিজান জাফরির, 'রক্তের সম্পর্কের ভাইবোন কিন্তু স্বেচ্ছায় বন্ধুত্বের সম্পর্ক'কে উপভোগ করেছেন। তবে এবার লাডলি চিব্বর (Ladli Chibber) ও অভয় কাটিয়ালের (Abhay Katyal) 'ইয়ারি'র গভীরতা প্রকাশ পাবে। এই ছবিতে রয়েছেন বাংলার হিরো যশ দাশগুপ্ত (Yash Daasguptaa)।
মুক্তির অপেক্ষায় 'ইয়ারিয়াঁ ২' ছবির নতুন গান
'ইয়ারিয়াঁ ২' ছবিতে লাডলি চিব্বরের ভূমিকায় দেখা যাবে দিব্যা খোসলা কুমারকে। অন্যদিকে অভয়ের ভূমিকায় রয়েছেন যশ দাশগুপ্ত। নতুন যে পোস্টার এসেছে সেখানে তাঁদের 'প্রেমের ভাষা'র সঙ্গে পরিচিত হচ্ছেন দর্শক। খানিক আঁচ মিলতে পারে তাঁদের সম্পর্কের চড়াই উতরাইয়ের। ফিল্মের টিজার থেকে স্পষ্ট যে লাডলি ও অভয়ের সম্পর্ক খুব মসৃণ নয়, তা খানিক অপ্রস্তুত, খানিক দুর্বল। তবে ধীরে ধীরে তাঁরা কীভাবে একে অপরের প্রেমের ভাষা বুঝতে শুরু করবেন, সেই গল্পই বলবে ছবির নতুন গান, 'সিমরু তেরা নাম' (Simroon Tera Naam)।
এদিন এই গানের দুটি পোস্টার শেয়ার করে দিব্যা খোসলা কুমার লেখেন, 'লাডলি ও অভয়ের প্রেম কাহিনি শুরু হতে চলেছে। তাঁদের প্রেমকাহিনির প্রেমে পড়তে নিজেকে তৈরি করুন।' অন্যদিকে যশও শেয়ার করেছেন সেই পোস্টার।
View this post on Instagram
আগামী ৬ সেপ্টেম্বর, লাডলি ও অভয়ের 'দিল, ধড়কন ও জান'-এর সফরের গল্প বলবে নতুন গান 'সিমরু তেরা নাম'। সচেত টন্ডনের গাওয়া, মনন ভরদ্বাজের লেখা ও তৈরি করা গান মুক্তি পাবে আগামী বুধবার। নির্মাতাদের দাবি এই গান শুনে আবেগে ভাসবেন দর্শক।
আরও পড়ুন: 'Tiger 3' New Poster: দীপাবলিতে আসছে সলমন-ক্যাটরিনার 'টাইগার ৩', প্রকাশ্যে নতুন পোস্টার
ভূষণ কুমার, কৃষণ কুমার, দিব্যা খোসলা কুমার ও আয়ুষ মাহেশ্বরী প্রযোজিত 'ইয়ারিয়াঁ ২' মুক্তি পাচ্ছে ২০ অক্টোবর, ২০২৩। ছবির পরিচালক রাধিকা রাও ও বিনয় সপরু।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)