Shehzada Trailer: অ্যাকশন অবতারে কার্তিক! প্রকাশ্যে 'শেহজাদা'র ট্রেলার
Kartik Aaryan: এতদিন পর্যন্ত চকোলেট বয় রূপেই দেখা গিয়েছিল অভিনেতাকে। এবার তাঁকে দেখা যেতে চলেছে অ্যাকশন অবতারে। প্রকাশ্যে এল 'শেহজাদা' ছবির ট্রেলার।
মুম্বই: যেদিন থেকে 'শেহজাদা' (Shehzada) ছবিতে কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) লুক প্রকাশ্যে এসেছে, উত্তেজনা টের পাওয়া গিয়েছে দর্শকদের। এতদিন পর্যন্ত চকোলেট বয় রূপেই দেখা গিয়েছিল অভিনেতাকে। এবার তাঁকে দেখা যেতে চলেছে অ্যাকশন অবতারে। প্রকাশ্যে এল 'শেহজাদা' ছবির ট্রেলার (Shehzada Trailer)।
">
মুক্তি পেল 'শেহজাদা' ছবির ট্রেলার-
আগামী ১০ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে কার্তিক আরিয়ানের বহু প্রতীক্ষিত ছবি 'শেহজাদা'। আজ প্রকাশ্যে এল এই ছবির ট্রেলার। 'শেহজাদা' ছবিটি মূলত তেলুগু ছবি 'আলা বৈকুন্ঠপুরামুলু'র হিন্দি রিমেক। তেলুগু ছবিটিতে অভিনয় করেছেন আল্লু অর্জুন এবং পূজা হেগড়ে। হিন্দি রিমেকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কার্তিক আরিয়ান এবং কৃতী শ্যাননকে। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন পরেশ রাওয়াল, মনীষা কৈরালা এবং আরও অনেকে। ট্রেলারে ধুমধাড়াকা অ্যাকশন করতে দেখা যাচ্ছে কার্তিককে। যা দেখে আরও উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরা। আল্লু অর্জুনের জুতোয় পা গলিয়ে দর্শকদের কতটা মন জিততে পারেন কার্তিক, এখন সেটাই দেখার।
">
আরও পড়ুন - Mahekk Chahal: নিউমোনিয়ায় আক্রান্ত সলমনের 'ওয়ান্টেড' অভিনেত্রী, ফিরলেন হাসপাতাল থেকে
প্রসঙ্গত, ২০২২ সালটা অত্যন্ত ভালো এবং উল্লেখযোগ্য গিয়েছে কার্তিক আরিয়ানের। তাঁর অভিনীত সবকটি ছবিই দারুণ সাফল্য পেয়েছে। চলতি বছরও তাঁর একাধিক ছবি মুক্তি পাবে। 'শেহজাদা' ছাড়াও তাঁকে দেখা যাবে 'সত্যপ্রেম কি কথা', 'আশিকি ৩' এবং নাম ঠিক না হওয়া বেশ কিছু ছবিতে।