'Raktabeej': '১২ ঘণ্টা টানা ঢাক' বাজালেন 'ওঁরা', রেকর্ডিং শেষ 'রক্তবীজ' ছবির, পোস্ট করলেন শিবপ্রসাদ
'Raktabeej' Update: রেকর্ডিং স্টুডিওয় দাঁড়িয়ে তোলা দুটি ছবি। তৃতীয় ছবিতে দেখা যাচ্ছে একসঙ্গে অনেকে মিলে ঢাক বাজাচ্ছেন। দুর্গাপুজোর প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে ঢাকের বাদ্যি শোনা যাবে।
কলকাতা: দুর্গাপুজো (Durga Puja 2023) আসতে এখনও কয়েক মাস বাকি তবে এরই মধ্যে ঢাকে কাঠি পড়ে গেল 'উইন্ডোজ প্রোডাকশন'-এর (Windows Production)। কীভাবে? তাঁদের আসন্ন ছবি 'রক্তবীজ'-এর (Raktabeej Bengali Movie) রেকর্ডিং শেষ হল। তারই ছবি পোস্ট করে এক দারুণ তথ্য ভাগ করলেন পরিচালক শিবপ্রদাস মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee)।
রেকর্ডিং শেষ হল 'রক্তবীজ' ছবির
শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের পরিচালনায় এবার একসঙ্গে কাজ করবেন মিমি চক্রবর্তী ও আবির চট্টোপাধ্যায়। পুজোয় মুক্তি পাবে 'রক্তবীজ'। এই ছবি নিয়ে চর্চা চলছে বহুদিনই। এবার ছবির রেকর্ডিং হল শেষ। শনিবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে তিনটি ছবি পোস্ট করেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়।
রেকর্ডিং স্টুডিওয় দাঁড়িয়ে তোলা দুটি ছবি। তৃতীয় ছবিতে দেখা যাচ্ছে একসঙ্গে অনেকে মিলে ঢাক বাজাচ্ছেন। দুর্গাপুজোর প্রেক্ষাপটে তৈরি এই ছবিতে ঢাকের বাদ্যি শোনা যাবে। আর ছবি তিনটি পোস্ট করে ক্যাপশনে পরিচালক লেখেন, 'ঢাকে কাঠি পড়ে গেল। বারো ঘণ্টা টানা ঢাক বাজালো ওঁরা। প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়ের সুরে। টিম গোপাল দাস।' ১২ ঘণ্টা এক টানা ঢাকে বোল তোলার পরও হাসিমুখে ছবির জন্য পোজ দেন সকলে।
এরপর তিনি একটি রিল পোস্ট করেন। সেখানে দেখা গেল হাতের তালে, মুখে বোল তুলেছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়। বোঝাচ্ছেন কেমন হবে ছবির নির্দিষ্ট অংশের মিউজিক। গোটাটাই রেকর্ডিং স্টুডিওয় ক্যামেরাবন্দি। ক্যাপশনে পরিচালক লেখেন, 'প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় হলেন মিউজিকের মাস্টার'।
আরও পড়ুন: Bigg Boss OTT: 'বিগ বস ওটিটি'র মঞ্চে বিজয় ভার্মা ও শ্বেতা ত্রিপাঠীকে আমন্ত্রণ সঞ্চালক সলমন খানের
প্রসঙ্গত 'রক্তবীজ' ছবিটি পুজোর সময় মুক্তি পাওয়ার কথা। থ্রিলার ঘরানার এই ছবিতে জুটি হিসেবে দেখা যাবে আবির ও মিমিকে। এর আগে একসঙ্গে একাধিক কাজ করেছেন এই দুই তারকা। তবে জুটি হিসেবে বড়পর্দায় দেখা যায়নি তাঁদের। অন্যদিকে বিভিন্ন বিজ্ঞাপনে শিবপ্রসাদ ও নন্দিতার পরিচালনায় কাজ করলেও, এই প্রথম তাঁদের পরিচালনায় ছবিতে অভিনয় করবেন আবির। অন্যদিকে এই ছবির হাত ধরেই ভিক্টরের সঙ্গে প্রথম কাজ করবে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। সোশ্যাল মিডিয়ায় ভিক্টর ও অনুসূয়ার সঙ্গে ছবি শেয়ার করে শিবপ্রসাদ খবর দিয়েছিলেন 'নতুন কাজ'-এর। ছবির মুখ্য চরিত্রে মিমি ও আবির থাকলেও, সমান গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে এই দুই বয়োজ্যেষ্ঠ তারকাকে। এছাড়াও, দেবাশীষ ও সত্যমও প্রথম কাজ করছেন উইন্ডোজ-এর সঙ্গে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন