Shiboprosad Mukherjee Exclusive: বয়সের পার্থক্য সমস্যা নয়, 'আমার তোমায় ভালো লাগে' প্রেমে এটাই যথেষ্ট
এই জুটি তথাকথিত 'পারফেক্ট ম্যাচ' নয়। বয়সের পার্থক্য প্রায় দ্বিগুণ, সঙ্গে আবার দুই সন্তান! কিন্তু তার পরেও সেই প্রেমে আমেজ আছে, মন ভিজিয়ে দেওয়া রূপকথার ছোঁয়া আছে, আবেগ আছে, সারল্য আছে।
কলকাতা: এই জুটি তথাকথিত 'পারফেক্ট ম্যাচ' নয়। বয়সের পার্থক্য প্রায় দ্বিগুণ, সঙ্গে আবার দুই সন্তান! কিন্তু তার পরেও সেই প্রেমে আমেজ আছে, মন ভিজিয়ে দেওয়া রূপকথার ছোঁয়া আছে, আবেগ আছে, সারল্য আছে। অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত, শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy) প্রযোজিত 'বাবা, বেবি ও' ("Baba, Baby, O...") এমনই এক অসমবয়সী জুটির মিষ্টি প্রেমের গল্প বলবে।
ছবি মুক্তির আগেই বাণিজ্যিক সাফল্য পেয়েছে এই জুটি। প্রথম সারির একটি মশলা বিপণীর হয়ে বিজ্ঞাপনও করে ফেলেছেন যীশু সেনগুপ্ত (Jisshu U Sengupta) ও শোলাঙ্কি রায় (Solanki Roy)। মুক্তি পাওয়া দুটি গান আর ট্রেলারের ওপর ভিত্তি করেই দর্শকদের ছুঁয়ে গিয়েছে রুপোলি পর্দার নতুন এই জুটি। সাফল্যের এই তৃপ্তির আভাস পাওয়া গেল প্রযোজকের গলায়। শিবপ্রসাদ বলছেন, 'জুটি তৈরি করা অনেকটা সম্বন্ধ করে বিয়ে দেওয়ার মত। মনে হয় দর্শকেরা জুটিটাকে ভালোবাসবেন তো? কিন্তু 'বাবা, বেবি ও' ছবির কেবল দুটো গান দেখেই দর্শকদের ভালো লেগে গিয়েছে এই জুটিকে। কেবল দর্শক নয়, প্রথম সারির একটি বাণিজ্যিক সংস্থাও যীশু-সোলাঙ্কিকে জুটি হিসেবে চাইছে বিজ্ঞাপনে। তাঁঁরা ও তো ছবিটা দেখেননি। কিন্তু তার আগেই মনে করেছেন এই জুটি মানুষের কাছে পৌঁছে যাবে। সেই ভরসাতেই বিজ্ঞাপনটি তৈরি করেছেন। এটা একটা অভাবনীয় ঘটনা আমার কাছে।'
আরও পড়ুন: ছবি মুক্তির আগেই জুটির জনপ্রিয়তা তুঙ্গে, এবার বিজ্ঞাপনের মুখ যীশু-শোলাঙ্কি
বয়সের পার্থক্য, এমনকি প্রেমের প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও এই জুটির 'এক্স ফ্যাক্টর' কী? শিবপ্রসাদ বলছেন, 'বর্তমানে সম্পর্কের জটিলতায় এমন অনেক জুটি তৈরি হচ্ছে খালি চোখে দেখলে যাদের অনেক প্রতিবন্ধকতা রয়েছে। আর এখন স্বাধীনতার যুগে সত্যিই বয়স বা অন্য কোনও সমস্যা প্রেমকে আটকাতে পারে না। আমার তোমায় ভালো লাগে এটুকুই প্রেমের জন্য যথেষ্ট। বর্তমান করোনা পরিস্থিতিতে মানুষ তো নিঃশ্বাস নিতেও ভয় পাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মন ভালো করতে পারে কেবলমাত্র প্রেম। আশা করি 'বাবা বেবি ও' প্রেমের ছোঁয়ায় দর্শকদের মন ভালো করে দেবে।'