Shilpa Shetty: মাথায় ৬০ কোটি টাকার প্রতারণা মামলা, এর মধ্যে সাধের রেস্তোরাঁ বন্ধ করে দিলেন শিল্পা শেট্টি
Shilpa Shetty News: শিল্পা শেট্টি জানিয়েছেন, শেষবারের মতো তাঁরা এই রেস্তোরাঁয় একটি অনুষ্ঠানের আয়োজন করতে চলেছেন

কলকাতা: সদ্যই তাঁর ও তাঁর স্বামীর বিরুদ্ধে ৬০ কোটি টাকার প্রতারণা মামলার অভিযোগ উঠেছিল । তার মধ্যেই বড় সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty) । বর্তমানে অভিনয়ের পাশাপাশি, বিভিন্ন ব্যবসায় জড়িত থাকেন অভিনেতা অভিনেত্রীরা । কারও রূপটানের বিপণি রয়েছে তো কারও রয়েছে গয়নার বিপণী । রেস্তোরাঁর মালিক ও একাধিক অভিনেত্রী অভিনেত্রী । তেমনই একটি রেস্তোরাঁ রয়েছে শিল্পা শেট্টির ও । মুম্বইয়ের বান্দ্রায় অতি আলোচিত রেস্তোরাঁর মালকিন তিনি । তবে এবার, জনপ্রিয় সেই রেস্তোরাঁ, ‘বাস্টিয়েন’ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী শিল্পা শেট্টি ।
মঙ্গলবার, সমাজমাধ্যমে জনপ্রিয় রেস্তোরাঁ ‘বাস্টিয়েন’ বন্ধের খবর জানান শিল্পা নিজেই । বৃহস্পতিবার, অর্থাৎ আগামীকাল ওই রেস্তোরাঁর শেষ দিন । সোশ্যাল মিডিয়ায় শিল্পা লেখেন, বৃহস্পতিবার একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি হতে চলেছে । আমরা মুম্বইয়ের অন্যতম জনপ্রিয় গন্তব্য ‘বাস্টিয়েন বান্দ্রা’-কে বিদায় জানাতে চলেছি । এই রেস্তোরাঁয় আমাদের অসংখ্য সুখের স্মৃতি রয়েছে । অনেক মনে রাখার মতো রাতের সাক্ষী হয়ে থাকবে এই রেস্তোরাঁ । এই শহরের রাত্রিযাপনের অন্যতম জনপ্রিয় জায়গা ছিল এটি । শহরের নিশিযাপনের ধারণাই বদলে দিয়েছিল । কিন্তু এবার এই রেস্তোরাঁকে বিদায় জানানোর পালা ।
শিল্পা শেট্টি জানিয়েছেন, শেষবারের মতো তাঁরা এই রেস্তোরাঁয় একটি অনুষ্ঠানের আয়োজন করতে চলেছেন । তবে সবার জন্য নয়, বিশেষ কিছু কিছু অতিথিদের জন্যই এই রেস্তোরাঁয় বিশেষ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । স্মৃতি রোমন্থন করতে, আর এই রেস্তোরাঁকে উদযাপন করতেই বিশেষ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । এই রেস্তোরাঁর মালিকানা রয়েছে রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টি ২ জনের কাছেই । ২০১৬ সালে তৈরি হয়েছিল এই রেস্তোরাঁটি । সামুদ্রিক খাবারের জন্য বিশেষভাবে প্রশংসিত ছিল এই রেস্তোরাঁ । গত বছর এই রেস্তরাঁতেই বসেছিল সোনাক্ষী সিংহ ও জ়াহির ইকবালের বিবাহের প্রীতিভোজের আসর ।
প্রসঙ্গত, সামনেই 'ইন্ডিয়াজ গট ট্যালেন্ট' -এর বিচারকদের তালিকা প্রকাশ্যে এসেছে । সেখানে নেই শিল্পা শেট্টির নাম । এই শো-এর এই সিজনে দেখা যাবে না শিল্পা শেট্টিকে ।
View this post on Instagram






















