এক্সপ্লোর
Advertisement
১৩ বছর পর বড় পর্দায় প্রত্যাবর্তন শিল্পা শেট্টির, দেখা যাবে ‘নিকম্মা’ সিনেমায়
লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ার ১৩ বছর পর কামব্যাক ঘটছে বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির। ‘নিকম্মা’ সিনেমায় অভিমন্যু দসানি ও সোশ্যাল মিডিয়ার সেনসেশন শার্লি সেটিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে শিল্পাকে। এই সিনেমার পরিচালক সাব্বির খান।
মুম্বই: লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ার ১৩ বছর পর কামব্যাক ঘটছে বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির। ‘নিকম্মা’ সিনেমায় অভিমন্যু দসানি ও সোশ্যাল মিডিয়ার সেনসেশন শার্লি সেটিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে শিল্পাকে। এই সিনেমার পরিচালক সাব্বির খান।
এর আগে ২০০৭-এ ‘আপনে’ সিনেমায় পুরোদস্তুরভাবে দেখা গিয়েছিল ৪৪ বছরের অভিনেত্রীকে। তার আগে ‘লাইফ ইন মেট্রো’ সিনেমায় দেখা গিয়েছিল তাঁকে। এরপর বড় পর্দায় প্রায় দেখাই যায়নি তাঁকে। যদিও মাঝেমধ্যে ‘ওম শান্তি ওম’, ‘দোস্তানা’ ও ‘ঢিসকিয়াঁও’-র মতো সিনেমায় ছোটখাটো ভূমিকায় অভিনয় করেছেন তিনি।
বড় পর্দায় প্রত্যাবর্তনের কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় শিল্পা লিখেছেন, ‘হ্যাঁ, এটা সত্য। ১৩ বছরের দীর্ঘ বিশ্রাম শেষ হচ্ছে। নিকম্মা সিনেমায় আবার আমাকে দেখা যাবে, একথা জানাতে গিয়ে উত্সাহিত বোধ করছি’।
এই সিনেমার মাধ্যমেই বলিউডে অভিষেক ঘটছে সোশ্যাল মিডিয়ার সেনসেশন তথা গায়িকা শার্লি সেটিয়ার। তিনি ইউটিউবে যথেষ্ট জনপ্রিয়। সম্প্রতি ‘নিকম্মা’ সিনেমায় কাজ করার কথা জানিয়ে তিনি অভিমন্যুর সঙ্গে নিজের ফার্স্ট লুক শেয়ার করেছিলেন।Yesssssssss, it’s true! My sabbatical of 13 long years comes to an end.. I am so excited to announce that the film you will see me next in is #Nikamma , directed by sabbir24x7 (cast still being finalised) featuring… https://t.co/LrTrZs0X0H
— SHILPA SHETTY KUNDRA (@TheShilpaShetty) August 1, 2019
আগামী বছর এই সিনেমা মুক্তি পাবে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement