Ranbir Alia Marriage: রণবীর-আলিয়া বিয়ের প্রসঙ্গ উঠতেই এ কী বললেন শিল্পা শেট্টি!
সম্প্রতি পাপারাজ্জিদের পক্ষ থেকে বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টিকে রণবীর কপূর ও আলিয়া ভট্টের বিয়ে প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয়, তাতে তিনি যা প্রতিক্রিয়া দিয়েছেন, তা শুনে অবাক নেট নাগরিকরা।
মুম্বই: নেট দুনিয়া তোলপাড় এখন একটাই খবরে। আর তা অবশ্যই রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্টের (Alia Bhatt) বিয়ের খবর। যদি বিভিন্ন সূত্রের খবর সত্যি হয়, তাহলে আগামী ১৪ এপ্রিল বিবাহবন্ধনে (Ranbir Kapoor Alia Bhatt Wedding) আবদ্ধ হবেন এই মুহূর্তে বলিউডের সবথেকে চর্চিত জুটি রণবীর-আলিয়া। প্রসঙ্গত, অভিনেত্রী দাদা এবং কাকা ইতিমধ্যেই এই বিয়ের সত্যতা স্বীকার করেছেন। পাশাপাশি তাঁরাও বিয়ের দিন প্রকাশ্যে জানিয়েছেন। কিন্তু দুই তারকা এবং কপূর পরিবারের পক্ষ থেকে মুখ একেবারেই বন্ধ রাখা হয়েছে। সম্প্রতি পাপারাজ্জিদের পক্ষ থেকে বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টিকে (Shilpa Shetty) এই বিয়ে প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয়, তাতে তিনি যা প্রতিক্রিয়া দিয়েছেন, তা শুনে অবাক নেট নাগরিকরা।
আরও পড়ুন - Alia Ranbir Wedding: রণবীর-আলিয়া বিয়েতে নয়া টুইস্ট, কী হতে চলেছে?
গতকালই প্রকাশ্যে এসেছে রণবীর-আলিয়ার নতুন বাড়ি আলোয় সেজে উঠেছে, তার ভিডিও এবং ছবি। পাশাপাশি আরকে স্টুডিওকেও সাজিয়ে তোলা হয়েছে আলোয় আলোয়। দুই বাড়ির সাজসজ্জা দেখে এটা বুঝতে কারও অসুবিধা হচ্ছে না যে, উৎসবের আমেজ বাড়ির মধ্যে যেমন শুরু হয়ে গিয়েছে, তার কিছুটা প্রতিফলন বাইরেও ঠিকরে বেরচ্ছে, সে যতই মুখে কুলুপ আঁটা থাকুক না কেন।
রণবীর-আলিয়ার বিয়ের প্রসঙ্গে শিল্পা শেট্টি-
বর্তমানে যখন রণবীর কপূর ও আলিয়া ভট্টের বিয়ের নিয়ে তোলপাড় বি টাউন, তখন পাপারাজ্জিদের পক্ষ থেকে বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টিকে জিজ্ঞাসা করা হয় এই প্রসঙ্গে। তিনি হাসতে হাসতে যা উত্তর দিয়েছেন, তাতে চোখ কপালে উঠেছে নেট নাগরিকদের। শিল্পা শেট্টি বলেন, 'আরে চুপ করে বস। ওদের বিয়ে তো আমি কী করব! আমি কী বলব!' ফের তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, 'হয়ে যেতে দাও ভাই বিয়েটা।'
প্রসঙ্গত, বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন রণবীর কপূর ও আলিয়া ভট্ট। আগামী ১৩ এপ্রিল থেকে শুরু হয়ে যাতে তাঁদের বিয়ের নানা রীতি রেওয়াজ। আর খবর অনুযায়ী, ১৪ এপ্রিল বিয়ে সারবেন তাঁরা। আগামী ১৭ এপ্রিল মুম্বইয়ের তাজ প্যালেসে বসতে চলেছে তাঁদের গ্র্যান্ড রিসেপশন।