এক্সপ্লোর
Advertisement
সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকি অনন্যা পান্ডের বোনকে!
স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’ খ্যাত বলিউড অভিনেত্রী অন্যন্যা পান্ডের তুতো বোম আলান্না পান্ডে তাঁর সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্টে অনলাইনে বিদ্বেষমূলক ও জঘন্য মন্তব্যের মুখোমুখি হওয়ার কথা জানিয়েছেন।
মুম্বই: ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’ খ্যাত বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডের তুতো বোন আলান্না পান্ডে তাঁর সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্টে অনলাইনে বিদ্বেষমূলক ও জঘন্য মন্তব্যের মুখোমুখি হওয়ার কথা জানিয়েছেন। এই তরুণী মডেল চাঙ্কি পান্ডের ভাই চিক্কি ও সেলিব্রিটি ফিটনেস বিশেষজ্ঞ ডিয়ানে পান্ডের মেয়ে। সম্পতি আলান্না জানিয়েছেন, কয়েকদিন আগে তাঁকে সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের হুমকির সম্মুখীন হতে হয়েছিল।
বডি-শেমিং করে ট্রোলের জবাব কড়া ভাষায় দিয়েছেন আলান্না। কঠোর ভাষায় লেখা ওই পোস্ট তিনি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করেছেন। আলান্না জানিয়েছেন, এক মহিলা মন্তব্য করেছিলেন যে, বিকিনি পরা ছবির জন্য তাঁকে গণধর্ষণ করা উচিত। আলান্না জানিয়েছেন, ওই মহিলা ওই মন্তব্য করে তাঁর বাবা-মাকেও ট্যাগ করেছিলেন, যাতে তাঁরা তা দেখতে পান।
এই পোস্ট ইনস্টাগ্রামে শেয়ার করার পর অনুরাগীরা তো বটেই, লারা দত্ত সহ জনপ্রিয় সেলিব্রিটিরা আলান্নার পাশে দাঁড়িয়েছেন।
অনন্যাও পোস্টে মন্তব্য করে বোনের মনোবল বাড়িয়েছেন।
বিপাশা বসুও এই ট্রোলের নিন্দা করে লিখেছেন, এটা তোমার জীবন..তোমার পছন্দ। কে কী করবে, তা ঠিক করার হক বিশ্বে কারুর নেই। যোগাযোগ স্থাপন ও মানব জগতকে যুক্ত করার জন্য যে সোশ্যাল মিডিয়া, তা ব্যবহার করে কারুর কারুর এ ধরনের আচরণ খুবই দুর্ভাগ্যজনক..।
একইসঙ্গে এই সব মন্তব্যকে পাত্তা না দেওয়ার পরামর্শ বিপাশা দিয়েছেন আলান্নাকে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement