Bollywood Celebrities Update: 'বিশেষ' মানুষের সঙ্গে নতুন বছর উদযাপন, একসঙ্গে মুম্বই ছাড়লেন সিদ্ধার্থ-কিয়ারা
Bollywood Celebrities Update: বিমানবন্দরে প্রবেশ করতে করতে দুই তারকা পাপারাৎজীদের উদ্দেশে হাতও নাড়েন। সূত্রের খবর অনুয়ায়ী, কিয়ারা ও সিদ্ধার্থ একসঙ্গে মলদ্বীপে নতুন বছর কাটাবেন, ঠিক গত বছরের মতোই।
মুম্বই: তাঁদের সম্পর্ক নিয়ে গুঞ্জন বলিউডে বহুদিনই। এবার নববর্ষ একসঙ্গে উদযাপন করতে মুম্বইয়ের বাইরে পাড়ি দিলেন সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণী (Sidharth Malhotra and Kiara Advani)।
বিমানবন্দরে পৌঁছনোর পর এই তারকা জুটির 'স্টাইলিশ' অবতারে ছবি ভাইরাল হয়ে যায় সোশ্য়াল মিডিয়ায়।
নতুন বছর, ২০২২ সালকে স্বাগত জানাতে, ছুটি কাটাতে বাইরে পাড়ি দিলেন দুই তারকা। অভিনেত্রীকে এদিন 'ওভারসাইজড' সোয়েটার ড্রেসের সঙ্গে সাদা বুট পরে বিমানবন্দরে দেখা যায়। চোখে ছিল 'রিফ্লেক্টিভ' রোদচশমা, হাতে ধূসর ব্যাগ।
আরও পড়ুন: Rajinikanth on '83': 'দুর্দান্ত ছবি', রণবীর সিংহের '৮৩' ছবির প্রশংসায় রজনীকান্ত
অন্যদিকে ক্যামেরাবন্দি হন অভিনেতা সিদ্ধার্থ মলহোত্র। সাদা ক্যাসুয়াল টি-শার্ট, অলিভ সবুজ ডেনিম জ্যাকেট ও কালো জিন্স পরে দেখা গেল অভিনেতাকে।
View this post on Instagram
বিমানবন্দরের অন্দরে প্রবেশ করতে করতে দুই তারকা পাপারাৎজীদের উদ্দেশে হাতও নাড়েন। সূত্রের খবর অনুয়ায়ী, কিয়ারা ও সিদ্ধার্থ একসঙ্গে মলদ্বীপে নতুন বছর কাটাবেন, ঠিক গত বছরের মতোই।
অন্যদিকে, কাজের ক্ষেত্রে, কিয়ারা আডবাণীকে এরপর 'ভুল ভুলাইয়া ২', 'যুগ যুগ জিও' এবং 'এসভিসি ৫০' ছবিতে দেখা যাবে। অন্যদিকে সিদ্ধার্থ মলহোত্রের শেষ ছবি 'শেরশাহ' বেশ প্রশংসিত হয়েছে। এরপর তাঁকে 'মিশন মজনু', 'যোদ্ধা', 'থ্যাঙ্ক গড' ছবিতে দেখা যাবে।