Sidharth-Kiara Updates: কিয়ারার উপর নজরদারি চালাতেন সিদ্ধার্থ? কেন?
Bollywood Celebrity Updates: সম্প্রতি এক সাক্ষাৎকারে সিদ্ধার্থ জানালেন যে, তিনি কিয়ারার উপর নজরদারি চালাতেন।
মুম্বই: বলিউডের দুই তারকা সিদ্ধার্থ মলহোত্র (Sidharth Malhotra) এবং কিয়ারা আডবাণীর (Kiara Advani) মধ্যে সম্পর্ক আজ ওপেন সিক্রেট। দুই তারকা শীঘ্রই বিয়ের পিঁড়িতে বলবেন বলেও শোনা গিয়েছে। যদিও তাঁদের কারও পক্ষ থেকেই অফিশিয়ালি বিয়ের কথা ঘোষণা করা হয়নি। কিন্তু বিভিন্ন সূত্র অনুযায়ী খবর, ফেব্রুয়ারিতেই বিয়ে করবেন তাঁরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সিদ্ধার্থ জানালেন যে, তিনি কিয়ারার উপর নজরদারি চালাতেন।
">
কিয়ারা আডবাণীর উপর গোয়েন্দাগিরি করতেন সিদ্ধার্থ মলহোত্র?
গত বছর মুক্তি পায় 'যুগ যুগ জিও'। বরুণ ধবন, কিয়ারা আডবাণী অভিনীত ছবিটি বক্স অফিসে দারুণ সাফল্য পায়। 'যুগ যুগ জিও'র প্রচারে এসে বরুণ জানিয়েছিলেন যে, সিদ্ধার্থের নম্বর স্পিড ডায়াল করে রেখেছিলেন কিয়ারা। বর্তমানে আগামী ছবি 'মিশন মজনু'র প্রচারে ব্যস্ত সিদ্ধার্থ। যেটি মুক্তি পাবে আগামী ১৯ জানুয়ারি। ছবির প্রচারে এসে স্পিড ডায়ালের কথা স্বীকার করে নিলেন অভিনেতা। শুধু তাই নয়, জানালেন, তিনিও কিয়ারার নম্বর স্পিড ডায়ালে রাখতেন। সিদ্ধার্থ মলহোত্র বলছেন, 'হ্যাঁ। আমি রেখেছিলাম। (কিয়ারার ফোন নম্বর স্পিড ডায়ালে) একজন সহ-অভিনেতার ফোন নম্বর এভাবে রাখাই যায়। শুধু কিয়ারাই নয়, আরও অনেকের নম্বরই এভাবে থাকত।' 'মিশন মজনু'র প্রচারে সিদ্ধার্থকে জিজ্ঞাসা করা হয় যে, তিনি কখনও কিয়ারার উপর গোয়েন্দাগিরি করেছেন কিনা। এককথায় তা স্বীকার করে নিয়ে অভিনেতা বলেন, 'আমি ওর উপর নজরদারি চালাতাম। দেখতাম, ও এক মাসে কত সময় ওয়ার্কআউট করে। এটাকে 'মিশন ক্রসফিট', 'মিশন নট ফিট' বা 'মিশন ইজ শি ফিট?' নামও দিতে পারেন।'
">
আরও পড়ুন - Shah Rukh Khan: তাঁর খুশির রহস্য কী? এতদিনে প্রকাশ্যে আনলেন শাহরুখ খান
সিদ্ধার্থ মলহোত্র এবং কিয়ারা আডবাণীর রসায়ন অনস্ক্রিন এবং অফস্ক্রিন দু জায়গাতেই সমানভাবে নজরকাড়ে। ২০২১ সালে তাঁরা প্রথমবার পর্দায় জুটি বাঁধেন। 'শেরশাহ' ছবিতে তাঁদের দেখা যায় একসঙ্গে।