Sidharth Malhotra: বলিউডে নতুন রেকর্ড, একইদিন ওটিটি ও বড়পর্দায় মুক্তি পাচ্ছে সিদ্ধার্থের সিরিজ-সিনেমা?
Bollywood News: কর্ণ জোহরের 'ধর্ম প্রোডাকশন'-এর 'যোধা' অ্যাকশন ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি।
কলকাতা: 'স্টুডেন্ট অফ দ্য় ইয়ার' ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra)। এরপর একের পর হিট ছবি তিনি দর্শককে উপহার দিয়েছেন। আর এবার প্রকাশ্য়ে এল নতুন খবর। বলিউডসূত্রের খবর, আগামী ৮ ডিসেম্বর মুক্তি পাচ্ছে অভিনেতা দুদুটি প্রযেক্ট। একদিকে বড়পর্দায় মুক্তি পাচ্ছে 'যোধা' অন্য়দিকে আমাজন প্রাইমে মুক্তি পাবে ওয়েব সিরিজ 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স'।
কর্ণ জোহর ইনস্টাগ্রামে 'যোধা' ছবির নতুন তারিখ পোস্ট করে লিখেছিলেন, 'আমরা প্রেক্ষাগৃহে ৮ ডিসেম্বর পৌঁছনোর জন্য তৈরি।' সিদ্ধার্থ মলহোত্রর সঙ্গে এই ছবিতে দেখা যাবে রাশি খান্না ও দিশা পাটনিকে। শশাঙ্ক খৈতান এই ছবির পরিচালনা করেছেন।
কর্ণ জোহরের 'ধর্ম প্রোডাকশন'-এর 'যোধা' অ্যাকশন ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি। এই ছবিটি হাইজ্যাকিংয়ের ওপর নির্ভর করে তৈরি হচ্ছে এবং ছবির প্রথম মোশন পোস্টারও অভিনেতা শেয়ার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। ক্যাপশনে লিখেছিলেন, 'পেশ করছি 'যোদ্ধা', ধর্ম প্রোডাকশনসের প্রথম অ্যাকশন ফ্র্যাঞ্চাইজির ছবি। দুই ট্যালেন্টেড মানুষ - সাগর অম্বর ও পুষ্কর ওঝা দ্বারা পরিচালিত প্লেনে চড়তে আমি খুব উৎসাহী।'
আরও পড়ুন...
সলমন-অরিজিতের মধ্য়ে দূরত্ব ঘোচাতে এগিয়ে এলেন শাহরুখ? কী বলছে সূত্র?
অন্য়দিক, রোহিত শেট্টির (Rohit Shetty) ওয়েব সিরিজ 'ইন্ডিয়ান পুলিশ ফের্স'কে (Indian Police Force) ঘিরে উত্তেজনা বাড়ছে দর্শকদের। আসন্ন ভারতীয় হিন্দি-ভাষা পুলিশ অ্যাকশন ড্রামা অ্যামাজন প্রাইম ভিডিওতে স্ট্রিম করবে এই সিরিজ। সিরিজটি পরিচালনা করেছেন রোহিত শেট্টি এবং সুশান্ত প্রকাশ। রোহিত শেট্টি পিকচারেজ এবং রিলায়েন্স এন্টারটেইনমেন্টের ব্যানারে রোহিত শেট্টি এই সিরিজের প্রযোজনা করেছেন।এই সিরিজে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা, শিল্পা শেঠি, বিবেক ওবেরয়, দীপিকা পাড়ুকোন, এবং প্রকাশ রাজ।
এই ছবি প্রসঙ্গে বিবেক ওবেরয় তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে ছবি পোস্ট করে লিখেছিলেন, 'সেরা ফোর্স 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স'-এ যোগ দিলাম। রোহিত শেট্টির কপ ইউনিভার্সের সুপার কপ। ধন্যবাদ ভাই রোহিত শেট্টি আমার উপর বিশ্বাস রাখার জন্য আর অসাধারণ একটা চরিত্রে আমাকে সুযোগ দেওয়ার জন্য। সিদ্ধার্থ মলহোত্র এবং শিল্পা শেট্টির মতো আরও দুই সুপার কপের সঙ্গে অ্যাকশন করতে পেরে ভালো লাগছে।' রোহিত শেট্টি আবার তাঁর ওয়েব সিরিজে বিবেক ওবেরয়কে স্বাগত জানিয়ে লিখেছেন, 'আমাদের স্কোয়াডের সবথেকে অভিজ্ঞ এবং সিনিয়র অফিসারের সঙ্গে পরিচয় করিয়ে দিই। বিবেককে স্বাগত।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন