Sidhu Moosewala: গুলিতে ঝাঁঝরা বিখ্যাত গায়ক, প্রায় ২ বছর পর সন্তান আসছে মা-বাবার কোলে!
Sidhu Moosewala News: ২০২২ সালের ২৯ মে, মানাসা জেলাতেই সিধু মুসেওয়ালার গাড়িতে তাঁকে গুলি করে খুন করা হয়। যে ঘটনায় তোলপাড় হয় গোটা দেশ, রাজ্য রাজনীতি।
নয়াদিল্লি: খুব শীঘ্রই খুশির খবর আসতে চলেছে প্রয়াত পাঞ্জাবি সঙ্গীতশিল্পী শুভদীপ সিং সিধু ওরফে সিধু মুসেওয়ালার (Punjabi Singer Sidhu Moosewala) পরিবারে। সন্তানসম্ভবা প্রয়াত গায়কের মা (Sidhu Moose Wala Mother Pregnant), খবর পরিবার সূত্রে। পরিবারে ফের নতুন সদস্যের আগমন ঘটতে চলেছে তাঁদের। স্বভাবতই খুশি পরিবার। প্রয়াত গায়ক সিধু মুসেওয়ালার মা চরণ কৌর (Charan Kaur Pregnant) গর্ভবতী, এমনই খবর বিশ্বস্ত সূত্রে। যদিও গায়কের মা বা বাবা কারও তরফেই কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি এখনও। তবে পরিবার সূত্রে এই খবরে সিলমোহর দেওয়া হয়েছে। সূত্রের খবর, সিধুর মায়ের বয়স ৫৮, বাবার বয়স ৬০।
সিধু মুসেওয়ালার বাড়িতে এবার খুশির হাওয়া, আসছে নতুন সদস্য
পরিজন হারানোর শোকের সঙ্গে কোনও কিছুর তুলনা হয় না, আর সে যদি নিজের সন্তান হয় তাহলে তো আরওই না। সিধু মুসেওয়ালার অকালমৃত্যুর শোক সারাজীবনই তাঁর বাবা-মার মনে টাটকা থাকবে। কিন্তু আপাতত সেই ক্ষতে প্রলেপ হয়ে আসতে চলেছে এক নতুন সদস্য। বাড়িতে যে নতুন সদস্য আসবে তাকে স্বাগত জানাচ্ছে গোটা দেশবাসী। খুশি অনুরাগীরাও।
২০২২ সালে মানাসা থেকে কংগ্রেসের হয়ে পাঞ্জাব বিধানসভা নির্বাচনে লড়েন কিন্তু জিততে পারেননি। সেই বছরেরই ২৯ মে, মর্মান্তিকভাবে খুন করা হয় তাঁকে। ২০২২ সালের ২৯ মে, মানাসা জেলাতেই তাঁর গাড়িতে তাঁকে গুলি করে খুন করা হয়। যে ঘটনায় তোলপাড় হয় গোটা দেশ, রাজ্য রাজনীতি।
তবে রাজনীতি নয়, সিধু মুসেওয়ালা জনপ্রিয় ছিলেন সঙ্গীতশিল্পী পরিচয়, বিশেষত যুব সম্প্রদায়ের মধ্যে। নিজের একাধিক গান নিজেই তৈরি করেছেন, প্রযোজনা করেছেন। ধনী পাঞ্জাবী গায়কদের অন্যতম ছিলেন তিনি। তাঁর অকাল প্রয়াণ সত্ত্বেও সিধু মুসেওয়ালার একাধিক গান মরণোত্তর মুক্তি পেয়েছে এবং মিলিয়ন ভিউ ছাড়িয়েছে সেগুলি।
২০২২ সালের মে মাসে একদল আততায়ী সিধু মুসেওয়ালাকে গুলিবর্ষণে ঝাঁঝরা করে দেয়। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। কোও ধরণের চিকিৎসা পাওয়ার আগেই অজস্র ক্ষতের কাছে হার মানেন তিনি। এরপর গায়কের বাবা ও মা একটি আন্দোলন গড়ে তোলেন ছেলের মৃত্যুর বিচার চেয়ে। তাঁর শেষ মুক্তি প্রাপ্ত মিউজিক ভিডিওয় একটি পতাকা দেখতে পাওয়া যাতে পরিষ্কার লেখা ছিল, 'জাস্টিস ফর সিধু মুসেওয়ালা' অর্থাৎ সিধু মুসেওয়ালার মৃত্যুর বিচার চাই। গানের লিরিক্স একেবারেই তাঁর ঢঙে লেখা হয়েছিল, যেখানে তিনি নিজের কথা বলছিলেন। ২০১৭ সালে সিধু মুসেওয়ালা সঙ্গীত জগতে পা রাখেন তাঁর প্রথম 'জি ওয়াগন' গান দিয়ে। খুব দ্রুত খ্যাতি লাভ করেন। একাধিক অ্যালবাম রিলিজ করেন যা জনপ্রিয় হয়। তাঁর বিখ্যাত গানগুলির অন্যতম হল, 'লেজেন্ড', 'সো হাই' ও 'দ্য লাস্ট রাইড'।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।