Aneek Dhar: 'হম দো... হমারে দো', দ্বিতীয়বার বাবা হতে চলেছেন গায়ক অনীক ধর, সোশ্যাল মিডিয়ায় দিলেন সুখবর
Aneek Dhar Update: টলিপাড়ায় একের পর এক খুশির খবর। দিন কয়েক আগেই খবর আসে ফের মা হচ্ছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এবার দ্বিতীয়বার বাবা হওয়ার খবর দিলেন সঙ্গীতশিল্পী অনীক ধর।
কলকাতা: দ্বিতীয়বার বাবা হতে চলেছেন গায়ক অনীক ধর (Father to be Aneek Dhar)। সোশ্যাল মিডিয়ায় (Social Media) স্ত্রীয়ের সাধের ছবি পোস্ট করে দিলেন সুখবর। মজার মোড়কে লেখা ক্যাপশন, বাবা-মার সঙ্গে ফ্রেমবন্দি মেয়ে আদ্যাও। শুভেচ্ছার বন্যা কমেন্ট বক্সে (Comment Box)।
বাবা হচ্ছেন অনীক ধর
টলিপাড়ায় একের পর এক খুশির খবর। দিন কয়েক আগেই খবর আসে ফের অভিভাবক হতে চলেছেন তারকা দম্পতি শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও রাজ চক্রবর্তী। এবার দ্বিতীয়বার বাবা হওয়ার খবর দিলেন সঙ্গীতশিল্পী অনীক ধর।
এদিন সোশ্যাল মিডিয়ায় স্ত্রী দেবলীনা ধরের (Debaleena Dhar) সাধের ছবি পোস্ট করেন গায়ক। ক্যাপশনে লেখেন, 'সময় এসে গেছে হম দো হমারে দো বলার। আপনাদের সকলের আশীর্বাদ চাই। ঈশ্বর মহান। ভালবাসি দেবলীনা।' সাত মাসের অন্তঃসত্ত্বা দেবলীনা ধর।
View this post on Instagram
সাধের দিনে ঘিয়ে রঙের শাড়ি ও বাল্টি কালার্ড ব্লাউজ পরেন দেবলীনা। মুখে হালকা মেকআপ, কালে ভারী দুল, গলায় হার, সিঁথিতে চওড়া সিঁদুর। সুন্দর দেখাচ্ছে দেবলীনাকে। লজ্জ্বায় লাল স্ত্রীয়ের দিকে একদৃষ্টে তাকিয়ে অনীক। পরনে ফ্লোরাল প্রিন্টের পাঞ্জাবী পাজামা। পরের ছবিতে বাবা মায়ের সঙ্গে হাজির পুঁচকে আদ্যাও। পরনে লাল বেনারসি শাড়ি। খুব শীঘ্রই বড় দিদি হতে চলেছে সে।
অনীকের পোস্টে শুভেচ্ছাবার্তা উপচে পড়ছে। কমেন্টে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা রেজওয়ান শেখ, ঐন্দ্রিলা সেন প্রমুখ। ঐন্দ্রিলা মজা করে লেখেন, 'যাক অবশেষে জানানো হল'। অনুরাগীদের শুভেচ্ছায় পরিপূর্ণ তাঁর পোস্ট।
আরও পড়ুন: Air Conditioner: বর্ষাতে ভ্যাপসা গুমোট গরম কাটাতে চালাচ্ছেন এসি, মেশিনের খেয়াল রাখতে কী কী করবেন?
প্রসঙ্গত, ২০১৪ সালের শেষের দিকে দীর্ঘদিনের বান্ধবী দেবলীনাকে বিয়ে করেন অনীক ধর। ২০১৮ সালে তাঁদের কোল আলো করে আসে কন্যা সন্তান। অগাস্ট মাসে রাখী পূর্ণিমার দিনে তাঁদের পরিবারে জন্ম নেয় আদ্যা। তার বছর পাঁচেক পর দ্বিতীয় সন্তান আসার কথা ঘোষণা করলেন শিল্পী। অনীক, দেবলীনা ও আদ্যার জন্য রইল শুভেচ্ছা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন