Sobhita Dhulipala-Naga Chaitanya: আগামী মাসেই বিয়ে, পরিবারের আবেগকে মর্যাদা দিয়েই বিবাহের জায়গা বাছলেন নাগা চৈতন্য ও শোভিতা
Sobhita Dhulipala-Naga Chaitanya Wedding: অন্যদিকে এই অন্নপূর্ণা স্টুডিওই আক্কাইনেনি পরিবারের সঙ্গে জড়িত। নাগা চৈতন্যের সূত্রের খবর, তিনি ঠাকুর্দার আশীর্বাদ নিয়েই নতুন জীবন শুরু করতে চান।
কলকাতা: তাঁদের বিবাহ নিয়ে চর্চা রয়েছে গোটা টলিউড-বলিউড জুড়ে। শোনা যাচ্ছে, ডিসেম্বরের ৪ তারিখে সাত পাকে বাঁধা পড়বেন নাগা চৈতন্য (Naga Chaitanya) ও শোভিতা ধুলিপালা (Sobhita Dhulipala)। শোনা যাচ্ছে, হায়দরাবাদেই সাত পাকে বাঁধা পড়বেন তাঁরা। অন্নপূর্ণা স্টুডিওতে বসবে তাঁদের বিয়ের আসর। তবে এই সমস্ত কিছু নিয়ে একেবারে মুখে কুপুল এঁটেছেন নাগা ও শোভিতা। আর তাই, অন্নপূর্ণা স্টুডিও-র পাশাপাশি উঠে আসছে আরও চার পাঁচটা জায়গার নাম।
অন্যদিকে এই অন্নপূর্ণা স্টুডিওই আক্কাইনেনি পরিবারের সঙ্গে জড়িত। নাগা চৈতন্যের সূত্রের খবর, তিনি ঠাকুর্দার আশীর্বাদ নিয়েই নতুন জীবন শুরু করতে চান। এই স্টুডিওর সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক স্মৃতিয সেই কারণেই নাকি এখানেই বিয়ের আসর বসাবে নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালার।
প্রসঙ্গত, ২০২১ সালে সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে যায় নাগা চৈতন্য়ের। মাত্র ৪ বছরের দাম্পত্য ছিল তাঁদের, এর মধ্যেই তৈরি হয়েছিল বিভিন্ন জটিলতা। অবশেষে তাঁরা বিচ্ছেদের পথে হাঁটেন। সোশ্যাল মিডিয়ায় নিজেদের বিবাহ-বিচ্ছেদের খবর ঘোষণা করেছিলেন তাঁরা। শোনা যায়, সামান্থার সঙ্গে সম্পর্কে থাকাকালীনই শোভিতার সঙ্গে সম্পর্কে জড়ান নাগা চৈতন্য। যদিও সেই সময়ে সম্পর্কের কথা বলেননি তাঁরা। নিজেদের সম্পর্ক নিয়ে সিলমোহর পড়ার আগে, নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি তাঁরা। অবশেষে আজ সব জল্পনার ইতি। বাগদান সারলেন শোভিতা ও নাগা চৈতন্য।
একসঙ্গে নিজেদের ছবি শেয়ার না করলেও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল তাঁদের ইউরোপ ট্যুরের ছবি। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ছড়িয়ে যেতেই তৈরি হয়েছিল তাঁদের সম্পর্কের জল্পনা। অবেশেষে সেই জল্পনাই সিলমোহর পেয়েছিল বাগদানে। আর এবার, তাঁদের সাত পাকে বাঁধা পড়ার অপেক্ষা। সোশ্যাল মিডিয়ায় সবাই অপেক্ষা করে রয়েছেন নাগা চৈতন্য ও শোভিতার বিবাহের ছবি দেখার জন্য।
View this post on Instagram
আরও পড়ুন:Bollywood News: কাঁচাপাকা চুল, দু' চোখে আগুন.. এই বলিউড অভিনেতাকে চিনতে পারছেন?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।