এক্সপ্লোর
সোফিয়া হায়াতের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার তাঁর স্বামী
লন্ডন: ছিলেন অভিনেত্রী। আচমকা ঢাক ঢোল পিটিয়ে নান হয়ে যান সোফিয়া হায়াত। ঘোষণা করলেন, আর কখনও লিপ্ত হবেন না যৌন সম্পর্কে। এ কথা বলার কিছুদিনের মধ্যেই বিয়ে করে ফেললেন, তাঁর থেকে অনেক ছোট এক সদ্য তরুণকে। তারপর নতুন বরের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করার সেকী ধুম!
এবার মহা আদরের সেই স্বামীকেই পুলিশের হাতে তুলে দিয়েছেন সোফিয়া। তার আগে বাড়ি থেকেও বার করে দেন তাঁকে। লন্ডনের এর পারফিউমের শোরুম থেকে বেচারা ভ্লাদ স্ট্যান্সক্যুকে গ্রেফতার করেছে পুলিশ।
সোফিয়ার অভিযোগ, ভ্লাদ প্রতারণা করেছেন তাঁকে। বিয়ের অল্পদিন পরেই তিনি অভিযোগ করেন, ভ্লাদ আসলে শয়তান, নিজে একগাদা ধারদেনা করেছেন, সোফিয়াকেও বিয়ে করেছেন টাকার জন্য। পুলিশে এ নিয়ে অভিযোগ করলে ভ্লাদ বেপাত্তা হন। এবার পুলিশ গ্রেফতার করেছে তাঁকে।
১০ বছরের ছোট, পেশায় ইন্টিরিয়র ডিজাইনার ভ্লাদের সঙ্গে সোফিয়ার বিয়ে ১ বছরও টেকেনি। সোফিয়া অভিযোগ করেন, স্বামীর কারণে মানসিক যন্ত্রণার শিকার হওয়ায় গর্ভপাতও হয়েছে তাঁর। তাঁর আরও অভিযোগ, যে ওয়েডিং রিং তিনি ভ্লাদকে উপহার দেন, ভ্লাদ তাও বিক্রি করে দিয়েছেন, তাঁকে খুনের চেষ্টাও করেছেন। ভ্লাদের সঙ্গে তাঁর বোঝাপড়া অসম্ভব বলে স্পষ্ট করে দিয়েছেন তিনি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
খবর
খবর
Advertisement