Hera Pheri 3 News: 'মনে হয়, সমস্যাটা মিটিয়ে নেওয়া উচিত'! 'হেরা ফেরি ৩'-তে পরেশ রাওয়াল প্রসঙ্গে বললেন জনি লিভার
Johny Lever on Paresh Rawal: এর আগে 'হেরা ফেরি ২'-তে কাজ করেছেন জনি লিভার। ইতিমধ্যেই তিনি জানিয়েছেন, তিনি নতুন সিজনেও একটি বিশেষ চরিত্রে থাকতে চলেছেন।

কলকাতা: 'হেরা ফেরি ৩' নিয়ে চর্চা চলছেই। কেবল এই ছবি যে দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে সেই কারণে নয়, আসল কারণ হল এই ছবি ছেড়ে বেরিয়ে গিয়েছেন পরেশ রাওয়াল (Paresh Rawal)। এই ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন তিনি। 'হেরা ফেরি' (Hera Pheri) মানেই তো অক্ষয় কুমার (Akshay Kumar), সুনীল শেট্টি (Suneil Shetty) ও পরেশ রাওয়ালের 'ত্রয়ী'-জমাটি মজা। তবে এই জুটি এবার ভাঙতে চলেছে। এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন অভিনেতা জনি লিভার (Johny Lever)।
এর আগে 'হেরা ফেরি ২'-তে কাজ করেছেন জনি লিভার। ইতিমধ্যেই তিনি জানিয়েছেন, তিনি নতুন সিজনেও একটি বিশেষ চরিত্রে থাকতে চলেছেন। তবে পরেশ রাওয়াল এই ছবিতে না থাকার খবরে তিনি ভীষণ হতাশ হয়েছেন। জানা গিয়েছেন পরেশ রাওয়াল ও অক্ষয় কুমারের মধ্যে কিছু আইনি জটিলতা চলছে। এই বিষয়ে কথা বলতে গিয়ে জনি লিভার বলেন, 'আমার মনে হয়, পরেশ রাওয়ালের সিনেমাটা করে নেওয়া উচিত ছিল। সবাই মিলে বসে কথা বলুন, যা যা সমস্যা হয়েছে সেটাকে মিটিয়ে নিন.. কারণ অনুরাগীরা 'হেরা ফেরি ৩' -তে পরেশ রাওয়ালের উপস্থিতি না হলে মিস করবে। ওঁকে ছাড়া ছবিটা মজাই হারিয়ে ফেলবে। তাই আমার মনে হয় কথা বলেই সবটা মিটিয়ে নেওয়া উচিত। আমার চোখে তো এটাই সঠিক।'
অন্যদিকে, সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে সুনীল শেট্টিকে প্রশ্ন করা হয়েছিল পরেশ রাওয়ালের 'হেরা ফেরি ৩' থেকে সরে যাওয়া নিয়ে। সেই উত্তরে সুনীল শেট্টি বলেন, 'যদি একটা ক্যামেরা থাকত আমার মনের অনুভূতি ধরার জন্য, তাহলে সেটাই একেবারে সঠিকভাবে উত্তরটা দিতে পারত। আমি জানি না, এতে আমার কি প্রতিক্রিয়া দেওয়া উচিত। আমি গতকাল সবে বিষয়টা জানতে পেরেছি। তারপরে এখানে এসেছি। আমি ফোন করে খবরটা সম্পর্কে নিশ্চিত হয়েছি। আমার মন ভেঙে গিয়েছে। যদি কোনও ছবির জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি, তাহলে সেই ছবিটা হল 'হেরা ফেরি ৩'। এই ছবিটা পরেশ রাওয়ালকে ছাড়া হতে পারে না। যদি এই ছবিটা ১ শতাংশ ও হওয়ার সুযোগ থাকে, তাহলে সেটা আমায় বা অক্ষয় কুমারকে ছাড়া হওয়া সম্ভব। কিন্তু পরেশ রাওয়ালকে ছাড়া এই ছবিটা সম্ভবই নয়। রাজু আর শ্যামের সঙ্গে যদি বাবু ভাইয়া না থাকে, তাহলে এই সিনেমাটার আর কোনও অর্থই থাকে না।






















