এক্সপ্লোর
Advertisement
ভিডিওতে দেখুন: শহিদ দিবসে শ্রদ্ধাঞ্জলি: ভগৎ সিংহকে নিয়ে গান বলিউড শিল্পীদের
নয়াদিল্লি: ১৯৩১-র ২৩ মার্চ মাত্র ২৩ বছর বয়সে ভারতের স্বাধীনতা সংগ্রামের বীর নায়ক ভগৎ সিংহকে ফাঁসি দিয়েছিল ব্রিটিশ সরকার। এই দিনটিতেই ভগৎ সিংহের দুই সহযোদ্ধা রাজগুরু ও সুখদেবেরও ফাঁসি হয়েছিল। শক্তিশালী ব্রিটিশ শাসনের ভিতে কাঁপুনি ধরিয়ে দেওয়া এই তিন বিপ্লবীর আজ ৮৭ তম প্রয়াণ দিবস।
রাজনীতি ছাড়াও ভগৎ সিংহের বীরত্বপূর্ণ কাহিনী বলিউডের সিনেমা জগতকেও বারেবারেই প্রভাবিত করেছে। বিভিন্ন সময়ে তাঁর জীবন উঠে এসেছে রূপোলি পর্দায়। মনোজ কুমার থেকে অজয় দেবগনের সময় পর্যন্ত তাঁকে নিয়ে তৈরি হয়েছে একাধিক সিনেমা। শহীদ ভগৎ সিংহের জীবন নিয়ে জানতে উত্সুক মানুষ। শুধু সিনেমাই নয়, গানেও অনেক সময়ই এই বীর বিপ্লবীর কথা উঠে এসেছে।
গত ১৮ মার্চ ভগৎ সিংহকে নিয়ে একটি বিশেষ গান রিলিজ হয়েছে। গানের নাম 'বীর ভগৎ সিংহ'। গানটিতে কন্ঠ দিয়েছেন বর্তমানে বলিউডের সমস্ত প্রায় সমস্ত প্রথমসারির শিল্পী। শহীদ দিবসে ভগৎ সিংহ, রাজগুরু ও সুখদেবের প্রতি শ্রদ্ধাঞ্জলি দিতেই এই গানটি রিলিজ করা হয়েছে।
এই গানে সোনু নিগম, শান, মিকা সিংহ, কৈলাশ খের, অরিজিত সিংহ, অঙ্কিত তিওয়ারি, ড. কুমার বিশ্বাস, সোনু কক্কড় ও পালক মুছল কন্ঠ দিয়েছেন। সুর দিয়েছেন আমজাদ নাদিম। গানটি লিখেছেন ড. কুমার বিশ্বাস।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement