Sonu Sood: জন্মদিনে ফের মানবিক সোনু সুদ, ৫০০ প্রবীণ নাগরিকদের জন্য বৃদ্ধাশ্রমের ঘোষণা
Sonu Sood on his Birthday: ৫০০ জন প্রবীণ নাগরিকদের জন্য বৃদ্ধাশ্রমের ঘোষণা করলেন সোনু সুন । ৫০০ জন প্রবীণ নাগরিক থাকতে পারবে এই বৃদ্ধাশ্রমে

কলকাতা: ৩০ জুলাই, শুক্রবার । আজ নিজের ৫২ বছরের জন্মদিন উদযাপন করছেন অভিনেতা সোনু সুদ (Sonu Sood) । কিন্তু তাঁকে কেবল অভিনেতা বললেও ভুল বলা হবে, সমাজে বিপুল অবদান রয়েছে তাঁর । করোনাকালে তিনি হয়ে উঠেছিলেন 'মসিহা' । একের পর এক নজির তৈরি করার মতো পদক্ষেপ নিয়েছিলেন তিনি । কখনও পরিযায়ী শ্রমিকদের জন্য তো কখনও গরীব মানুষদের জন্য । আর এবার, নিজের জন্মদিনে ফের উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করলেন সোনু সুদ (Sonu Sood) ।
৫০০ জন প্রবীণ নাগরিকদের জন্য বৃদ্ধাশ্রমের ঘোষণা করলেন সোনু সুন । ৫০০ জন প্রবীণ নাগরিক থাকতে পারবে এই বৃদ্ধাশ্রমে । শুধু থাকাই নয়, প্রয়োজনীয় চিকিৎসা, ও পুষ্টিকর খাবার ও দেওয়া হবে এখান থেকে । বৃদ্ধ বৃদ্ধাদের মানসিক স্বাস্থ্যেরও সম্পূর্ণ খেয়াল রাখা হবে এখানে । যে সমস্ত বৃদ্ধ বৃদ্ধাদের বাড়িতে দেখার কেউ নেই, যাঁরা বাড়িতে যথাযথ যত্ন পান না, তাঁদের জন্যই এই উদ্যোগ নিলেন সোনু সুদ । অভিনেতার উদ্যোগে খুশি অনুরাগীরা । তাঁর এই উদ্যোগের জন্য তাঁকে সাধুবাদ জানিয়েছেন চন্দ্রবাবু নাইডু । সোনু সুদ প্রত্যেকটা সময়েই, তাঁর প্রত্যেকটি পদক্ষেপে বুঝিয়ে দিয়েছেন যে তিনি সমাজের কথা কতোটা ভাবেন । আর এবার, আশ্রয়হীন, যত্নহীন যে সমস্ত বৃদ্ধ বৃদ্ধা, তাঁরা থাকতে পারবেন 'মসিহা'-র ছত্রছায়ায় ।
কোভিড (Covid) যখন ভারতে হানা দিয়েছিল । কাজ ছেড়ে পায়ে হেঁটে, ট্রেনে ঝুলে বাড়ি ফিরছিলেন পরিযায়ী শ্রমিকরা । সেই সময় তাঁদের ত্রাতা হয়ে উঠে আসেন সোনু সুদ । পরিযায়ী শ্রমিকদের জন্য ওষুধ জোগাড় করা, তাঁদের জন্য় খাবার জোগাড় করা থেকে শুরু আরও নানাভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তিনি । তা সারা দেশে অসম্ভব প্রশংসিত হয়েছিল । নানাভাবে আরও অনেকে সোনু সুদের দেখানো পথে কাজ শুরু করেছিলেন । বালেশ্বরের দুর্ঘটনার পরে দুর্গতদের ঘরে ফেরানোর উদ্যোগ নিয়েছিলেন সোনু সুদ । এছাড়াও তিনি বিভিন্ন স্কুল তৈরি করে দিয়েছেন দুস্থ শিশুদের জন্য । তিনি ছোট ব্যবসায়ীদের সাহায্য করার জন্য তাঁদের ব্যবসাকে প্রচার করার জন্য ও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন ।
Thanks a ton for your wishes sir ❤️🙏 https://t.co/yBkINogzQy
— sonu sood (@SonuSood) July 30, 2025






















