এক্সপ্লোর
Advertisement
এক মাস জেলে থেকে রিয়ার মনোবল ভেঙে গিয়েছে, বললেন বন্ধু রুমি জাফরি
রুমি আরও জানিয়েছেন, নতুন বছরে আবার কাজ শুরু করবেন রিয়া।
মুম্বই: ২০২০ তাঁর কাছে অভিশাপ বয়ে এনেছিল। সকলের চোখের আড়ালে থেকে ধীরে ধীরে মানসিকভাবে সুস্থ হয়ে উঠছেন রিয়া চক্রবর্তী। তাঁর বন্ধু রুমি জাফরি এ কথা জানিয়েছেন।
পরিচয়ে ছবি নির্মাতা রুমি শুধু রিয়ার নন, প্রয়াত সুশান্ত সিংহ রাজপুতেরও ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ২০২০ সকলের খুব খারাপ গিয়েছে। কিন্তু রিয়ার ক্ষেত্রে মানসিক ট্রমা ছিল সম্পূর্ণ আলাদা পর্যায়ের। আমরা কল্পনাই করতে পারব না, এক স্বচ্ছল মধ্যবিত্ত পরিবারের একটি মেয়েকে এভাবে ১ মাস জেলে কাটাতে হল। ওঁর মানসিক জোর এতে সম্পূর্ণ ভেঙে গিয়েছে।
রুমি আরও জানিয়েছেন, নতুন বছরে আবার কাজ শুরু করবেন রিয়া। বছরের শুরু থেকেই হাত দেবেন নতুন কাজে। অল্পদিন আগে তাঁদের দুজনের দেখা হয়েছে। রিয়া চুপচাপ অন্তর্মুখী হয়ে গিয়েছেন, ওঁর ওপর দিয়ে যা গেল তাকে তাঁকে এ জন্য দোষ দিচ্ছেন না রুমি। যাবতীয় ধুলো ওড়া বন্ধ হলে, তাঁর বিশ্বাস, রিয়ারও অনেক কিছু বলার আছে।
রিয়ার প্রেমিক, অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃতদেহ গত বছর ১৪ জুন তাঁর মুম্বইয়ের বাড়ি থেকে উদ্ধার হয়। সুশান্ত অনুরাগীরা অভিযোগের আঙুল তোলেন রিয়া চক্রবর্তীর দিকে। তাঁর সঙ্গে ছবি নির্মাতা মহেশ ভট্টের বেশ কিছু পুরনো ঘনিষ্ঠ ছবি নিয়ে কাদা ছোঁড়াছুঁড়ি চরমে ওঠে। দাবি তোলা হয়, রিয়াকে গ্রেফতার করতে হবে। মুম্বই পুলিশের বিরুদ্ধেও পক্ষপাতিত্বের অবিযোগ ওঠে, বলা হয় সুশান্ত আত্মহত্যা করেননি, খুন হয়েছেন, তা চেপে দেওয়ার চেষ্টা করছে তারা। ঘটনার তদন্তে নামে সিবিআই। পাশাপাশি তদন্ত যায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হাতে। ড্রাগ নেওয়া ও রাখার অভিযোগে রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই শৌভিককে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো গ্রেফতার করে। ১ মাস মুম্বইয়ের বাইকুল্লা জেলে কাটানোর পর ৪ অক্টোবর জামিন পান রিয়া। শৌভিক জামিন পেয়ে যান জেলে ৩ মাস কাটানোর পর।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement