এক্সপ্লোর
Advertisement
প্রকাশ্য়ে সম্পর্কের চিড়? 'আমার জীবন ধ্বংস করবে' পোস্ট রোশনের, 'আরও শক্তিশালী হয়ে ফিরব' লিখলেন শ্রাবন্তী
প্রথমে একে অপরকে আনফলো করা, তারপর 'সেকেণ্ড বেবি'-কে নিয়ে পোস্ট। চর্চার কেন্দ্রবিন্দু থেকে সরছেই না শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও তাঁর স্বামী রোশন সিং-এর সম্পর্ক। এবিষয়ে সরাসরি মুখ খুলতে চাননি কেউই, কিন্তু সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ কথা লিখে চলেছেন ২ জনেই। একই দিনে করা ফের ২টি পোস্ট উস্কে দিল শ্রাবন্তী-রোশনের সম্পর্কের ভাঙন বিতর্ক। নাম না করেই যেন একে অপরকে প্রছন্ন আক্রমণ শানালেন ২ জনেই।
কলকাতা: প্রথমে একে অপরকে আনফলো করা, তারপর 'সেকেণ্ড বেবি'-কে নিয়ে পোস্ট। চর্চার কেন্দ্রবিন্দু থেকে সরছেই না শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও তাঁর স্বামী রোশন সিং-এর সম্পর্ক। এবিষয়ে সরাসরি মুখ খুলতে চাননি কেউই, কিন্তু সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ কথা লিখে চলেছেন ২ জনেই। একই দিনে করা ফের ২টি পোস্ট উস্কে দিল শ্রাবন্তী-রোশনের সম্পর্কের ভাঙন বিতর্ক। নাম না করেই যেন একে অপরকে প্রছন্ন আক্রমণ শানালেন ২ জনেই।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আজ একটি পোস্ট করেন রোশন সিং। পোস্টে একটি ছেলে বলছে, 'তুমি কী আমার জীবন ধ্বংস করবে'? মেয়েটি উত্তর দিচ্ছে, 'হ্যাঁ নিশ্চয়ই'। ছবিটির ক্যাপশানে যদিও রোহন লিখে দিয়েছেন, কেবল মজা করার জন্যই এটি শেয়ার করেছেন তিনি।
এর কিছুক্ষণ পরেই একটি পোস্ট করেন শ্রাবন্তী। সেখানে লেখা, 'একজন নারীকে হয়ত সাময়িকভাবে ভেঙে দেওয়া যায়। কিন্তু আসল নারী সেই যে ভাঙা টুকরোগুলোকে জড়ো করে আরও বেশি শক্তিশালী হয়ে ফিরে আসে।' ২টি পোস্টই সাধারণ, কিন্তু সম্পর্ক ভাঙার গুঞ্জনের মধ্যে এগুলোরই অন্য অর্থ বের করছেন অনেকে। তবে শ্রাবন্তী বা রোশন কেউই কারোও নাম উল্লেখ করেননি কোথাও।
সম্প্রতি নিজের জীবনের নতুন অধ্যায় নিয়ে ব্যস্ত শ্রাবন্তী। নতুন জিম খুলেছেন তিনি। 'সেকেণ্ড বেবি' বলে উল্লেখ করে শেয়ার করেছেন সেই জিমের ছবিও। তবে নায়িকার নামের পাশে এখনও জ্বলজ্বল করছে রোশনের পদবী। অন্যদিকে নিজের হাসিমুখের ছবি শেয়ার করে চলেছেন রোশন। সত্যিই কী ভাঙন ধরছে শ্রাবন্তীর সংসারে? নাকি সমস্ত জল্পনা উড়িয়ে শীঘ্রই একসঙ্গে ধরা দেবেন শ্রাবন্তী-রোশন? উত্তর দেবে সময়।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement