এক্সপ্লোর
Advertisement
মেয়ের বিকিনি পরা ছবি নিয়ে কী বললেন শাহরুখ?
মুম্বই: বাবার স্টারডামের জন্যই মেয়েকে নিয়ে এ ধরনের আলোচনা, মেয়ে সুহানার ভাইরাল হওয়া 'বিকিনি ছবি' নিয়ে এমনই মন্তব্য করলেন বলিউড বাদশা শাহরুখ খান।
মেয়ের বিকিনি পরা ছবি প্রসঙ্গে এই প্রথম মুখ খুললেন কিং খান। এক সাক্ষাৎকার শাহরুখ বলেন, সুহানা সৈকতে বিকিনি পড়েই ছিল। সঙ্গে ছিল তাঁর ছোট ভাই।কিন্তু তাঁর মেয়ের বিকিনি বডি দেখানোর জন্য নিশ্চয়ই সংবাদ মাধ্যম তৈরি হয়নি।
প্রসঙ্গত, কয়েক মাস আগেই সমুদ্র সৈকতে বিকিনি পড়া সুহানা এবং ছোট ছেলে আব্রামের ছবি ভাইরাল হয়ে যায়। সেই ছবির সত্যতা নিয়েও প্রশ্ন ওঠে। ছবিতে সেই মেয়েটি সুহানাই কিনা সেই নিয়েও ওঠে প্রশ্ন। এবার সেই ছবির নিন্দা করে মেয়ের পাশে দাঁড়ালেন বাবা।
কিছু কিছু সংবাদ মাধ্যমে সুহানার ছবির সঙ্গে সে ক্যাপশন-হেডলাইন ব্যবহার করা হয়েছিল তারও তীব্র নিন্দা করেন শাহরুখ। বলেন, সুহানার বয়স ১৬ বছর। সে ছোট হলেও, জানে তাকে কীসে মানায়। এরপর শাহরুখ বলেন, মিডিয়ার থেকে নয়, আমার স্টারডমের আঁচ যেন ওদের গায়ে না লাগে সে দিকে সব সময়ই খেয়াল রাখি। আরও বলেন, তাঁর স্টারডমের কারণে ছেলে-মেয়ের সঙ্গে এমনটা হোক সেটা কখনওই চান না। সুহানা যদি তাঁর মেয়ে না হয়ে অন্য কারও হত তাহলে এত কিছু হত না। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, অনেক সময় কেউ নগ্ন হয়ে ঘুরলেও তাঁকে নিয়ে খবরই হয় না। কিন্তু তাঁর মেয়ে বলেই সুহানাকে নিয়ে এত আলোচনা।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement