Sonu Nigam: দর্শকাসন থেকে ছোঁড়া হল বোতল, পাথর! কীভাবে পরিস্থিতি সামলালেন সোনু নিগম?
Sonu Nigam News: গায়ক মঞ্চে গান গাইতে উঠলে ছাত্রছাত্রীদের একাংশের মধ্যে থেকে মঞ্চে ছোড়া হয় বোতল ও পাথর। তবে মেজাজ না হারিয়েই মঞ্চ থেকে এই কাজ করতে বারণ করেন সোনু নিগম।

কলকাতা: দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির (ডিটিইউ) ‘ইঞ্জিফেস্ট’-এ গান গাইতে গিয়েছিলেন সোনু নিগম (Sonu Nigam)। আর সেখানেই সোনু নিগমের সঙ্গে ঘটে গেল অপ্রীতিকর ঘটনা। গায়ক মঞ্চে গান গাইতে উঠলে ছাত্রছাত্রীদের একাংশের মধ্যে থেকে মঞ্চে ছোড়া হয় বোতল ও পাথর। তবে মেজাজ না হারিয়েই মঞ্চ থেকে এই কাজ করতে বারণ করেন সোনু নিগম। পরিস্থিতি সামাল দেন।
ঠিক কী ঘটেছে? দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির (ডিটিইউ) ‘ইঞ্জিফেস্ট’-এ গান গাইতে গিয়েছিলেন সোনু। সেখানে অনুষ্ঠানের মধ্যেই ছাত্রছাত্রীদের মধ্যে থেকে মঞ্চের দিকে ছোড়া হয় বোতল ও পাথর। পরিস্থিতি সামাল দিতে মাথা গরম করেননি সোনু নিগম। ঠাণ্ডা মাথায় তিনি বলেন, 'আমি আজ এখানে এসেছি, যাতে আমরা সবাই মিলে, একসঙ্গে একটু ভাল সময় কাটাতে পারি। আপনারা এমন করবেন না। এতে আমাদের দলের সদস্যরা আহত হচ্ছেন।' কিন্তু কথা শোনেননি ছাত্রছাত্রীরা। টানা এই ঘটনা চলতে থাকে। এই ঘটনায় কোনও প্রশাসনিক হস্তক্ষেপ ছিল না। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। তবে সেটা ছিল বিরতি। কিছুটা সময়ের পরে ফের মঞ্চে ফেরেন সোনু। পেশাদারিত্ব নিয়েই গোটা অনুষ্ঠান শেষ করেন।
সদ্য গানের অনুষ্ঠান করতে মেলবোর্নে গিয়ে ক্ষোভের মুখে পড়েছিলেন সঙ্গীতশিল্পী নেহা কক্কর। সোশ্যাল মিডিয়ায় সদ্য ভাইরাল হয়েছে একটি ক্লিপিং। সেখানে দেখা যাচ্ছে, মেলবোর্নে অনুষ্ঠান করতে গিয়েছিলেন নেহা কক্কর। অভিযোগ, শিল্পী নাকি ৩ ঘণ্টা দেরিতে অনুষ্ঠানের জায়গায় পৌঁছন। শিল্পীকে সামনে পেয়েই ক্ষোভে ফেটে পড়েন দর্শকেরা। মঞ্চে উঠেই নেহা বলেন, 'আপনারা সত্যিই ভীষণ ভাল যে এতটা সময় ধৈর্য্য ধরে অপেক্ষা করেছেন। আমি আমার জীবনে কাউকে এতটা অপেক্ষা করাইনি। কিন্তু আপনারা আমার জন্য এতক্ষণ অপেক্ষা করলেন। এটা সত্যিই আমার কাছে অনেক বড় পাওনা। এই সন্ধ্যাটা আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে। আপনারা সকলেই আজ আমার জন্য মূল্যবান সময় বের করেছেন। এটা আমি মনে রাখব। শো-এর শেষে আপনারা সকলে যাতে নাচেন, সেই দায়িত্ব আমার।'
কিন্তু এই কথায় চিঁড়ে ভেজবার নয়। উল্টে যেন ঘৃতাহুতি হয় দর্শকদের ক্ষোভে। দর্শকাসন থেকে কেউ বলেন, 'এটা ভারত নয়, অস্ট্রেলিয়া। আপনি হোটেলে ফিরে গিয়ে বিশ্রাম করুন'। অনেকে আবার বলে ওঠে, 'গো-ব্যাক, এটা আপনার ভারত নয়।' দর্শকদের চিৎকার, ক্ষোভপ্রকাশে নেহা বুঝতে পারেন, পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে। তিনি মঞ্চের ওপর দাঁড়িয়েই কেঁদে ফেলেন। কিন্তু এখানেও রক্ষে নেই। একজন বলে ওঠেন, 'অভিনয়টা ভাল হচ্ছে। কিন্তু এটা ইন্ডিয়ান আইডল নয়।'






















