Subhashree Ganguly: ইউভানের 'পদোন্নতি', দ্বিতীয়বার মা হতে চলেছেন শুভশ্রী, মিষ্টি পোস্টে দিলেন সুখবর
Tollywood Update: পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে শুভেচ্ছার বন্যা। অভিনেত্রীর পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন, নুসরত জাহান, দর্শনা বণিক, শ্রীমা ভট্টাচার্য, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, বিক্রম চট্টোপাধ্যায় প্রমুখ।

কলকাতা: পদোন্নতি হল খুদে ইউভানের (Yuvaan)। বড় দাদার ভূমিকা পালন করতে হবে এবার তাকে। দ্বিতীয়বার মা হতে চলেছেন টলিউডের প্রথম সারির অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। মিষ্টি পোস্টে সুখবর দিলেন অভিনেত্রী।
দ্বিতীয়বার মা হতে চলেছেন শুভশ্রী
মঙ্গলবার সন্ধ্যায় নিজের সোশ্যাল মিডিয়ায় ইউভানের একটি ছবি পোস্ট করেন শুভশ্রী ও রাজ দুজনেই। সেখানে হাসি মুখ দেখা যাচ্ছে পুঁচকে ইউভানের। পরনে সাদা টি-শার্ট। তাতে লেখা 'বিগ ব্রাদার' অর্থাৎ বড় দাদা। মুখ দেখা না গেলেও পরিষ্কার বোঝা যাচ্ছে ছেলের দুই হাত শক্ত করে ধরে রয়েছেন রাজ ও শুভশ্রী। ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'ইউভানের পদোন্নতি হয়েছে বড় দাদায়।'
View this post on Instagram
এই পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে শুভেচ্ছার বন্যা। অভিনেত্রীর পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন, নুসরত জাহান, দর্শনা বণিক, শ্রীমা ভট্টাচার্য, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, বিক্রম চট্টোপাধ্যায়, মিথিলা, মৌনি রায়, দেবলীনা কুমার প্রমুখ তারকারা। অন্যদিকে একই পোস্ট করেছেন হবু বাবা রাজ চক্রবর্তীও। তাঁর পোস্টেও দম্পতিকে শুভেচ্ছা জানান কৌশানি মুখোপাধ্যায়, সৌমিতৃষা, সৌরভ দাস প্রমুখ। মৌনি রায় লেখেন, 'খুদের জন্য অনেক ভালবাসা। আমি প্রিয় মাসি হব, কোনও সন্দেহ নেই।' শুধু তারকারাই নন, শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরাও।
View this post on Instagram
আরও পড়ুন: Overeating Habit: অসময়ে বেশি খাবার খেয়ে ফেলার প্রবণতা রয়েছে? এই সমস্যা দূর করতে কী কী করবেন
প্রসঙ্গত, কাজের ক্ষেত্রে এখন বেশ ব্যস্ত রাজ চক্রবর্তী। ওটিটিতে পা রাখতে চলেছেন তিনি। তাঁর পরিচালনায় 'আবার প্রলয়' মুক্তির অপেক্ষায় জি ফাইভে। আজই মুক্তি পেয়েছে প্রথম টিজার। মুখ্য ভূমিকায় দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে। অন্যদিকে ওটিটিতে পা রেখেছেন অভিনেত্রীও। সম্প্রতি মুক্তি প্রাপ্ত 'ইন্দুবালা ভাতের হোটেল' বেশ জনপ্রিয়তা লাভ করে। এই তারকা দম্পতি আপাতত তাঁদের জীবনের পরবর্তী অধ্যায়ে প্রবেশের অপেক্ষায়। রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জন্য রইল শুভেচ্ছা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন






















