এক্সপ্লোর
সোশ্যাল মিডিয়ায় সামনে এল শাহরুখ খানের মেয়ে সুহানার নতুন ছবি
1/8

বলিউডের তারকারা তো বটেই, তাঁদের সন্তানরাও অনেক সময় প্রচারের আলোয় চলে আসেন। আর এক্ষেত্রে সবচেয়ে বেশি নজরে আসেন শাহরুখ খানের মেয়ে সুহানা খান। বলিউডে তাঁর অভিষেক নিয়ে এখনও কোনও পাকা কথা জানা যায়নি। কিন্তু এরইমধ্যে সুহানার অনুরাগীর সংখ্যাটা কিন্তু প্রচুর। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই তাঁর কয়েকটি ফ্যান পেজ রয়েছে। এগুলির মাধ্যমে সুহানার আপডেট সম্পর্কে তাঁর অনুরাগীদের জানানো হয়। (Photo Credit: @suhanakhanoffcial Instagram)
2/8

সম্প্রতি বন্ধুদের সঙ্গে সুহানার হুল্লোড়ে মেতে থাকার আরও কিছু ছবি সামনে এসেছে। সেখানে সুহানাকে ভিন্ন মেজাজে দেখা গিয়েছে। (Photo Credit: @suhanakhanoffcial Instagram)
Published at : 09 Sep 2019 09:37 PM (IST)
View More






















