এক্সপ্লোর
অমিতাভের নাতি অগস্ত্যর সঙ্গে দেখা গেল শাহরুখ কন্যা সুহানাকে

মুম্বই: শাহরুখ খানের মেয়ে সুহানাকে দেখা গেল অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দর সঙ্গে। তাঁদের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ছবিতে অগস্ত্য ও সুহানা ছাড়াও রয়েছেন যশ বিড়লার মেয়ে শ্লোকা বিড়লা ও অরবিন্দ দুবাশের ছেলে আজার দুবাশ। ১৭ বছরের অগস্ত্য অমিতাভের মেয়ে শ্বেতা ও শিল্পপতি নিখিল নন্দের ছেলে। [embed]https://www.instagram.com/p/BhbOoSPA_Aw/?utm_source=ig_embed[/embed] শোনা যাচ্ছে, কর্ণ জোহর শাহরুখের দুই ছেলেমেয়ে আরিয়ান ও সুহানাকে বলিউডে সুযোগ করে দিতে আগ্রহী। কিন্তু তাঁদের বাবা চান, আগে পড়া শেষ করুন তাঁরা। আর সুহানার আগ্রহ সিনেমার থেকে থিয়েটারে বেশি বলে খবর।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















