Sukesh Chandrashekhar: মরক্কোয় বাড়ি কেনার জন্য সুকেশের কাছ থেকে মোটা টাকা নিয়েছেন নোরা?
Nora Fatehi: সম্প্রতি নোরা দাবি করেছিলেন যে, সুকেশের প্রেমিকা হিসেবে থাকার জন্য তাঁকে একটা বাড়ি এবং বিলাসবহুল জীবনযাপন করার সমস্ত সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।
মুম্বই: ২০০ কোটি টাকা আর্থিক তছরুপের মামলায় নাম জড়িয়েছে বলিউড অভিনেত্রী নোরা ফতেহির (Nora Fatehi)। অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের (Sukesh Chandrashekhar) সঙ্গে তাঁর যোগাযোগা থাকার অভিযোগে তাঁকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। সম্প্রতি এক বিবৃতিতে নোরা দাবি করেছিলেন যে, সুকেশের প্রেমিকা হিসেবে থাকার জন্য তাঁকে একটা বাড়ি এবং বিলাসবহুল জীবনযাপন করার সমস্ত সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। নোরা এমন দাবির বিরুদ্ধে এবার মুখ খুললেন অভিযুক্ত সুকেশ। তাঁর পাল্টা দাবি, মরক্কোয় অভিনেত্রী নিজের জন্য একটি বাড়ি তৈরি করে দেওয়ার জন্য বিপুল পরিমাণ টাকা দাবি করেন অভিযুক্তর কাছ থেকে।
নোরা ফতেহির বিরুদ্ধে বিস্ফোরক দাবি সুকেশ চন্দ্রশেখরের-
সম্প্রতি এক বিবৃতিতে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর দাবি করেছেন যে, 'নোরা মারাত্মকভাবে হিংসা করত জ্যাকলিনকে (Jacqueline Fernandez)। আমার কাছে সবসময় জ্যাকলিনের নামে খারাপ কথা বলে মন বিষিয়ে দেওয়ার চেষ্টা করত। যাতে আমি জ্যাকলিনকে ছেড়ে ওর সঙ্গে ডেটিং করা শুরু করি। নোরা আমাকে টানা বহু বার ফোন করে যেত। যদি ওর ফোন না ধরতাম, তাহলে ফোন করতেই থাকত।'
আরও পড়ুন - Oscar Nominations 2023: কখন আর কোথায় অস্কার ২০২৩ লাইভ অনুষ্ঠান দেখবেন?
সুকেশ আরও বলছেন, 'নোরা দাবি করেছে যে, ও কখনও গাড়ি চায়নি বা কখনও নিজের জন্য কিছু নেয়নি। এটা আরও বড় মিথ্যে কথা। ও আমার কাছ থেকে বিলাসবহু গাড়ি চেয়েছিল। সেই সব চ্যাটের স্ক্রিনশটও রয়েছে। যা ইডির কাছে জমা রয়েছে। এখানে কোনও ভুল তথ্য নেই। এমনকি আমি ওকে একটা রেঞ্জ রোভার দিতে চেয়েছিলাম। কিন্তু সেই গাড়ি পাওয়া যাচ্ছিল না। কিন্তু ওর দ্রুত ওই গাড়ি দরকার ছিল। তাই ওকে বিএমডব্লিউ-এর এক সিরিজের গাড়ি দিয়েছিলাম। দীর্ঘদিন ও সেই গাড়ি ব্যবহার করেছে। যেহেতু ও ভারতীয় নয়, তাই আমাকে বলেছিল ওর প্রিয় বন্ধুর স্বামী ববির নামে সেটি রেজিস্টার করতে। ওর সঙ্গে পেশাদার কোনও আদানপ্রদান হয়নি। আজ ও বাড়ি দেওয়ার প্রতিশ্রতির কথা বলছে। কিন্তু ও আগেই আমার থেকে মোটা টাকা নিয়েছে মরক্কোয় ওর পরিবারের জন্য বাড়ি কেনার জন্য।'
প্রসঙ্গত, এই মামলাতেই নাম জড়িয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজেরও। অন্তর্বর্তী জামিনে থাকার পর যিনি জামিন পেয়েছেন কিছুদিন আগে। জ্যাকলিনের নামেও মান হানির মামলা করেছেন নোরা।