Paresh Rawal: 'হেরা ফেরি ৩'-তে পরেশ রাওয়ালের প্রত্যাবর্তন? এবার মুখ খুললেন সুনীল শেট্টি
Paresh Rawal and Suneil Shetty: কেমন হবে 'হেরা ফেরি ৩'? কী কী চমক থাকবে এখানে? এই নিয়ে প্রশ্ন রয়েছে অনেকেরই

কলকাতা: অক্ষয় কুমার (Akshay Kumar), পরেশ রাওয়াল (Paresh Rawal) এবং সুনীল শেঠির (Suneil Shetty)-র জনপ্রিয় কমেডি 'হেরা ফেরি ৩' ফের আসছে পর্দায়। প্রিয়দর্শন পরিচালিত এই ভীষণ জনপ্রিয় ছবির তৃতীয় পর্ব আসতে চলেছে। তবে এই সিনেমা শুরু থেকে বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে গিয়েছে। এই ছবির কাজ শুরু হয়ে যাওয়ার পরে, এই ছবি থেকে সরে দাঁড়িয়েছিলেন পরেশ রাওয়াল। সেই সময়ে কিছু মতোবিরোধ হওয়ার পরে এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। এর পরে অক্ষয় কুমার তাঁর নামে মামলাও দায়ের করেছিলেন। তবে আপাতত সেই সমস্যার মিটমাট হয়ে গিয়েছে। ছবিতে ফিরে এসেছেন পরেশ রাওয়াল। আর এবার এই সিনেমা নিয়ে মুখ খুললেন সুনীল শেট্টি।
পরেশ রাওয়াল 'হেরা ফেরি ৩'-তে ফেরায় কী বললেন সুনীল শেট্টি?
সদ্য শিরডি সাঁই বাবার দর্শনের সময় একটি চ্যানেলকে দেওয়া একটি সাক্ষাৎকারে সুনীল শেট্টি পরেশ রাওয়ালের ফেরা সম্পর্কে মুখ খুলেছেন। তিনি বলেছেন, এই বিষয়ে তিনি এখনও স্পষ্ট জানেন না। এই বিষয়ে তিনি বলেছেন, 'এই বিষয়ে কথা হয়েছে শুনেছি। এই সিনেমা নিয়ে এবার মুক্তির পরেই কথা বলব। সবকিছু ভাল হোক।'
কেমন হবে 'হেরা ফেরি ৩'?
কেমন হবে 'হেরা ফেরি ৩'? কী কী চমক থাকবে এখানে? এই নিয়ে প্রশ্ন রয়েছে অনেকেরই। এই বিষয়ে সুনীল শেট্টি বলেছেন, 'এই সিনেমা আগের সিনেমা দুটির মতোই একটা পারিবারিক ছবি হবে। সবাই একসঙ্গে বসে ছবিটি উপভোগ করতে পারবেন আর কিছুই না ভেবে কেবল হাসতে পারবেন। এটা এমন একটা জিনিস, যেটা টিভিতে চালান বা মোবাইলে, কারোর থেকে কিছু লুকোতে হবে না। লজ্জা পেতে হবে না। সবাই মিলে একসঙ্গে বসে ছবিটি দেখতে পারবেন। পরিবারের থেকে লুকিয়ে এই ছবি দেখতে হবে না।'

সম্প্রতি একটি পডকাস্টে পরেশ রাওয়াল জানিয়েছেন, অক্ষয় কুমারের সঙ্গে তাঁর কথা হয়েছে। তিনি 'হেরা ফেরি ৩'-তে ফিরতে রাজি হয়েছেন। পরেশ রাওয়ালের কথায়, 'অক্ষয় কুমারের সঙ্গে আমার আসলে কোনও সমস্যা নেই। বিবাদ মিটে গিয়েছে আমাদের মধ্য়ে। কিন্তু কোনও কাজ যদি দর্শকদের ভীষণ পছন্দ হয়, তখন সেই বিষয়টাকে অনেক সতর্কভাবে সামলাতে হয়।' এরপরেই খবর ছড়িয়ে পড়ে যে 'হেরা ফেরি ৩' -তে ফিরছেন পরেশ রাওয়াল। তবে এখনও আনুষ্ঠানিকভাবে এই খবরে সিলমোহর দেওয়া হয়নি।






















