এক্সপ্লোর
Advertisement
বন্ধু সন্দীপের সঙ্গে করিশ্মাকে দেখে মেজাজ হারানোর কথা অস্বীকার প্রাক্তন স্বামীর
নয়াদিল্লি: প্রাক্তন স্ত্রী করিশ্মা কাপূরকে অন্য একজনের সঙ্গে দেখে মেজাজ হারিয়েছিলেন ব্যবসায়ী সঞ্জয় কাপূর। করিশ্মা তখন সন্দীপ তোষনিওয়ালের সঙ্গে ছিলেন। সন্দীপই বলিউডের প্রাক্তন ডিভার বয়ফ্রেন্ড বলে গুঞ্জন ছড়িয়েছে। তাই দুজনকে একসঙ্গে দেখে চটে গিয়েছিলেন করিশ্মার প্রাক্তন স্বামী। এমনই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। যদিও এই খবর সরাসরি নাকচ করে দিয়েছেন সঞ্জয়। এক বিবৃতিতে সঞ্জয় বলেছেন, সংবাদমাধ্যমে এ ব্যাপারে যে খবর প্রকাশিত হয়েছে তা সর্বৈব মিথ্যে। আমরা দুজনেই আমাদের সন্তানদের প্রতি দায়বদ্ধ। ওদের খুশি রাখাটাই আমাদের আমাদের হৃদয়ে সর্বাগ্রে রয়েছে। আমরা একে অপরের প্রতি আন্তরিকই থাকব এবং একে অপরের শুভকামনা করব। তাই সমগ্র জল্পনা খারিজ করার জন্য সবার কাছে আর্জি জানাচ্ছি।
এর আগে খবর প্রকাশিত হয়েছিল যে, লন্ডনের একটি রেস্তোরাঁয় বন্ধুদের সঙ্গে নৈশভোজ করতে গিয়েছিলেন সঞ্জয়। আর সেখানেই সন্দীপের সঙ্গে ছিলেন করিশ্মা। তাঁদের দুজনকে দেখেই মেজাজ হারান সঞ্জয়। তিনি চিত্কার-চেঁচামেচি করে পরিস্থিতি ঘোরাল করে তোলেন বলে প্রকাশিত খবরে জানানো হয়। এই খবর খারিজ করে দিলেন সঞ্জয়।
কয়েক সপ্তাহ আগে দীর্ঘ তিক্ত আইনি যুদ্ধের পর সঞ্জয় ও করিশ্মার বিবাহ-বিচ্ছেদ হয়েছে। তাঁদের রয়েছে দুই সন্তান।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ইন্ডিয়া
খবর
Advertisement