এক্সপ্লোর
Advertisement
২০ বছর আগে সিনেমার শ্যুটিংয়ের সময় ট্রেনের চেন টানার অভিযোগে রেল আদালতে চার্জগঠন, দায়রা আদালতে চ্যালেঞ্জ সানি দেওল ও করিশ্মা কপূরের
প্রায় ২০ বছর আগে এক সিনেমার শ্যুটিংয়ের সময় একটি ট্রেনের আপত্কালীন চেন টানার জন্য বলিউড অভিনেতা সানি দেওল ও অভিনেত্রী করিশ্মা কপূরের বিরুদ্ধে চার্জ গঠন করল একটি রেলওয়ে আদালত। বলিউডের দুই শিল্পী বুধবার ওই নির্দেশকে একটি দায়রা আদালতে চ্যালেঞ্জ জানিয়েছেন। এ কথা জানিয়েছেন করিশ্মা ও সানি দেওলের কৌসুঁলি একে জৈন।
জয়পুর: প্রায় ২০ বছর আগে এক সিনেমার শ্যুটিংয়ের সময় একটি ট্রেনের আপত্কালীন চেন টানার জন্য বলিউড অভিনেতা সানি দেওল ও অভিনেত্রী করিশ্মা কপূরের বিরুদ্ধে চার্জ গঠন করল একটি রেলওয়ে আদালত। বলিউডের দুই শিল্পী বুধবার ওই নির্দেশকে একটি দায়রা আদালতে চ্যালেঞ্জ জানিয়েছেন। এ কথা জানিয়েছেন করিশ্মা ও সানি দেওলের কৌসুঁলি একে জৈন।
বলিউডের অভিনেতা ও অভিনেত্রীর বিরুদ্ধে ২৪১৩-এ আপলিঙ্ক এক্সপ্রেসের চেন বেআইনিভাবে টানার অভিযোগ রয়েছে। এতে ওই ট্রেনটির ২৫ মিনিট বিলম্ব হয়েছিল।
কৌসুঁলি বলেছেন, ২০০৯-এ দুই শিল্পীর বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো হয়, যা তাঁরা ২০১০-এর এপ্রিলে একটি দায়রা আদালতে চ্যালেঞ্জ করেন। দায়রা আদালত উভয়কেই রেহাই দিয়েছিল। কিন্তু ১৭ সেপ্টেম্বর রেলওয়ে আদালত ফের চার্জগঠন করেছে।
সানি ও করিশ্মা ছাড়াও এই মামলায় স্টান্টম্যান টিনু ভার্মা ও সতীশ শাহও অভিযুক্ত। যদিও তাঁরা ২০১০-এ চার্জের বিরুদ্ধে তাঁরা দায়রা আদালতে চ্যালেঞ্জ করেননি।
১৯৯৭-এর এই মামলায় রেল আদালতে পরবর্তী শুনানি হবে ২৪ সেপ্টেম্বর।
নারেনার সহকারি স্টেশন মাস্টার সীতারাম মালাকার জিআরপি-তে অভিযোগ দায়ের করেছিলেন। এর পরিপ্রক্ষিতে অভিনেতারা রেলওয়ে আইনের সংশ্লিষ্ট ধারাগুলি অনুযায়ী অভিযুক্ত হন।
১৯৯৭-তে রাজস্থানের আজমেঢ় জেলার ফুলেরার কাছে সনভরদা গ্রামে সহ শিল্পীদের সঙ্গে বজরং সিনেমার শ্যুটিং করছিলেন সানি ও করিশ্মা।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement