এক্সপ্লোর
বলিউডে অভিষেক হচ্ছে ছেলের, আবেগাপ্লুত সানি, আমাকে যেমন ভালবেসেছিলেন, ওকেও বাসুন, অনুরোধ দর্শকদের
কর্ণের প্রথম ছবি পল পল দিল কে পাস। নায়িকা সাহের বাম্বা, তাঁরও এটি প্রথম ছবি।

মুম্বই: এবার বলিউডে আসছে দেওল পরিবারের তৃতীয় প্রজন্ম। সানি দেওলের ছেলে কর্ণের বড় পর্দায় অভিষেক হচ্ছে। আর ছেলের ছবির টিজার দেখে আবেগে ভাসছেন সানি। দর্শকদের কাছে তাঁর অনুরোধ, বছরের পর বছর ধরে আপনারা যেমন আমায় ভালবেসেছেন, তেমন ওকেও ভালবাসুন।
কর্ণের প্রথম ছবি পল পল দিল কে পাস। নায়িকা সাহের বাম্বা, তাঁরও এটি প্রথম ছবি। ২০ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবিটি। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















