এক্সপ্লোর
আঙুর ভরা বাথটবে সানি লিওন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
এটা যে বিজ্ঞাপনের ভিডিও, তা পরিষ্কার। সানি নিজে হ্যাশট্যাগ দিয়েছেন, #লাইফঅনসেট।

মুম্বই: বাথটব বোঝাই কালো আঙুর। তাতে স্নান করছেন সানি লিওন। ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল হয়ে গিয়েছে। সানি নানা পোজে নিজের ছবি আর ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভ্যস্ত। কিন্তু তাঁর এ ধরনের ভিডিও সাম্প্রতিককালে দেখা যায়নি। এটা যে বিজ্ঞাপনের ভিডিও, তা পরিষ্কার। সানি নিজে হ্যাশট্যাগ দিয়েছেন, #লাইফঅনসেট।
কিছুদিন আগে স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে ছুটি কাটাতে দুবাই যান সানি। সেখান থেকে পোস্ট করেন নানা ছবি।
সানি এখন তাঁর পরিবারকে সময় দিতে ব্যস্ত। ৩ সন্তানের সঙ্গে নিয়মিত পোস্ট করছেন নানা ধরনের ছবি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন





















