এক্সপ্লোর
দেখুন: মুক্তি পেল সানি লিওনের 'তেরা ইন্তেজার' সিনেমার নতুন গান

নয়াদিল্লি: সানি লিওন ও আরবাজ খান অভিনীত আসন্ন সিনেমা ‘তেরা ইন্তেজার’-এর আরও একটি গান রিলিজ হল। গানটি হল মেহফুজ। এই গানটি গেয়েছেন ইয়াসর দেশাই। এই গানও আগের গানগুলির মতোই রোমান্টিক। সানি ও আরবাজের কেমিস্ট্রি এই গানে দারুন ফুটে উঠেছে। গানটির সুর দিয়েছেন রাজু আশু এবং গীতিকার শাব্বির আহমেদ। প্রথমবার কোনও সিনেমাতে একসঙ্গে দেখা যাবে আরবাজ ও সানিকে। সিনেমার ট্রেলার ইতিমধ্যেই রিলিজ হয়েছে। রাজীব বালিয়া পরিচালিত সিনেমাটি আগামী ২৪ নভেম্বর মুক্তি পাবে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















