এক্সপ্লোর
Advertisement
অনুরাগীদের কুকথা সুশান্ত সিংহ রাজপুতের, পাল্টা প্রহৃত অভিনেতার ওয়াচম্যান!
মুম্বই:সময়টা বোধহয় ভালো যাচ্ছে না বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের। সম্প্রতি একাধিক বিতর্কে জড়িয়ে পড়েছেন তিনি। কিছুদিন আগেই 'রাবতা'-র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এক বর্ষীয়ান সাংবাদিকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন তিনি। এবার তাঁকে ঘিরে নয়া বিতর্ক। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অনুরাগীদের সঙ্গে ঝামেলায় জড়ালেন সুশান্ত। অনুরাগীগের কুকথাও অভিনেতা বলেন বলে প্রতিবেদনে জানা গিয়েছে। এর পাল্টা হিসেবে ক্ষুব্ধ অনুরাগীরা সুশান্তর অ্যাপার্টমেন্টের ওয়াচম্যানকে মারধর করেন।
একটি বিনোদনমূলক পোর্টালের প্রতিবেদন অনুসারে, ‘গত সোমবার রাতে এই ঘটনা ঘটেছে। মাঝরাতে সুশান্ত তাঁর নতুন কেনা মাসেরাটি নিয়ে বেরিয়ে পড়েন। রাস্তায় তাঁকে দেখতে পান কয়েকজন তরুণ অনুরাগী। সুশান্ত গাড়ি চালিয়ে চলে যান। কিন্তু ওই অনুরাগীরা তাঁকে অনুসরণ করতে থাকেন। নিজের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের ভেতরে গাড়ি পার্ক করার সঙ্গে সঙ্গে ওই অনুরাগীরা এগিয়ে আসেন। তাঁরা সুশান্তর সঙ্গে সেলফি তোলার আর্জি জানান। সুশান্ত ততক্ষণে বেশ রেগে গিয়েছেন। অনুরাগীদের বেশ কিছু কথা শুনিয়ে দেন তিনি। এভাবে স্বপ্নের নায়কের মুখ থেকে কুকথা শুনে স্তম্ভিত হয়ে যান অনুরাগীরা। এরইমধ্যে সুশান্তর পাশে দাঁড়ান তাঁর ওয়াচম্যানও। তিনিও সুশান্তর অনুরাগীদের দিকে চিত্কার চেঁচামেচি শুরু করেন। গালিগালাজও করেন। পাল্টা সুশান্তর তরুণ ফ্যানরা ওয়াচম্যানকে ধরে মারধর করেন। এরপর তাঁরা পালিয়ে যান’।
সুশান্তর এই অনুরাগীদের আচরণ একেবারই সমর্থনযোগ্য নয়। কিন্তু সুশান্তরও তাঁর অনুরাগীদের সঙ্গে এমন ব্যবহার একেবারেই কাম্য নয়।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement