এক্সপ্লোর
Advertisement
সুশান্ত সিংহ রাজপুত মৃত্যু মামলা: এবার প্রতিবেশীর বিরুদ্ধে সিবিআইয়ের কাছে লিখিত অভিযোগ রিয়া চক্রবর্তীর
সিবিআইয়ের কাছে প্রতিবেশী ডিম্পল থওয়ানির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের সুশান্ত সিংহ রাজপুত মৃত্যু মামলায় অভিযুক্ত অভিনেত্রী রিয়া চক্রবর্তী। রিয়া সিবিআইয়ের কাছে চিঠি লিখে ডিম্পলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন।
মুম্বই: সিবিআইয়ের কাছে প্রতিবেশী ডিম্পল থওয়ানির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের সুশান্ত সিংহ রাজপুত মৃত্যু মামলায় অভিযুক্ত অভিনেত্রী রিয়া চক্রবর্তী। রিয়া সিবিআইয়ের কাছে চিঠি লিখে ডিম্পলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন। রিয়ার দাবি,ওই প্রতিবেশীর তাঁর সম্পর্কে মিথ্যে ও মনগড়া অভিযোগ করেছেন। তাঁর অভিযোগে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলেরও নাম করা হয়েছে।
উল্লেখ্য, রিয়ার প্রতিবেশী ডিম্পল দাবি করেছিলেন যে, গত ১৩ জুন সুশান্ত সিংহ রাজপুত রিয়াকে ছাড়তে তাঁর বাড়ি পর্যন্ত এসেছিলেন। এর পরের দিন ১৪ জুন বান্দ্রায় নিজের বাড়িতে সুশান্তকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
বলিউড অভিনেতা সুশান্তর মৃত্যুর মামলার তদন্ত করছে সিবিআই। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে ডিম্পল তাঁর দাবির পক্ষে প্রমাণ দিতে পারেননি।
উল্লেখ্য, সুশান্তর মৃত্যু সংক্রান্ত মাদক মামলায় গ্রেফতার রিয়া গত ৭ অক্টোবর বম্বে হাইকোর্টে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন। হাইকোর্ট বলেছেন, রিয়া মাদক ব্যবসায়ীদের সম্পর্কিত নন। তিনি তথাকথিত ক্রয় করা পদার্থকে টাকাপয়সা বা অন্য লাভের জন্য অন্য কাউকে দেননি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement