এক্সপ্লোর
এফআইআর-এর পর সুশান্ত-মৃত্যুতে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মামলা, আগাম জামিনের আবেদন করতে পারেন রিয়া
নীতীশ কুমারের হস্তক্ষেপের পর সুশান্ত-মৃত্যুতে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মামলা। জিজ্ঞাসাবাদের জন্য মুম্বই পৌঁছল বিহার পুলিশ। রিয়ার বিরুদ্ধে ১৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগ সুশান্তের বাবার।
![এফআইআর-এর পর সুশান্ত-মৃত্যুতে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মামলা, আগাম জামিনের আবেদন করতে পারেন রিয়া Sushant Singh Rajput death case FIR: Rhea Chakraborty Prepares To file for anticipatory bail এফআইআর-এর পর সুশান্ত-মৃত্যুতে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মামলা, আগাম জামিনের আবেদন করতে পারেন রিয়া](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/11/14103550/Sushant-Singh-Rajput-Rhea-Chakraborty.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের হস্তক্ষেপের পর সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুতে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মামলা দায়ের। তাঁর ও আরও ৫ জনের বিরুদ্ধে এফআইআর করেন সুশান্তের বাবা কে কে সিংহ। অভিযোগ, সুশান্তকে ঠকিয়ে ১৭ কোটি টাকা আত্মসাৎ করেন তৎকালীন বান্ধবী রিয়া। এই ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য মুম্বই পৌঁছাল বিহার পুলিশ।
তদন্তে অসহযোগিতা করলে রিয়াকে আটকও করতে পারে বিহার পুলিশ। আইনে সেই রাস্তা খোলা আছে। পরিস্থিতি বিবেচনা করে মঙ্গলবারই নিজের আইনজীবী সতীশ মনশিণ্ডের পরামর্শ নেন রিয়া। রিয়া অন্তর্বর্তী জামিনের আবেদনও করতে পারেন। সেই কাগজপত্রে ইতিমধ্যেই সইসাবুদ করিয়ে রেখেছেন তাঁর আইনজীবী। সূত্রের খবর, বুধবার সকালে এক জুনিয়র আইনজীবীকে রিয়ার বাড়ির সামনে দেখা যায়।
জানা যাচ্ছে, বিহার পুলিশ এই মামলার সঙ্গে যোগ রয়েছে এমন একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে। পুলিশ রিয়ার বাড়িতেও যায়। তবে তিনি নাকি সেখানে ছিলেন না। তাঁকে ফোনেও যোগাযোগ করতে পারেনি পুলিশ।
সূত্রের খবর, রিয়াকে এবার নোটিশ পাঠাতে পারে বিহার পুলিশ।
এর আগে সুশান্ত মৃত্যু তদন্তে মুম্বই পুলিশ তাঁকে ১১ ঘণ্টা টানা জেরা করে।
সম্প্রতি সুশান্ত মৃত্যুর বিষয়ে রিয়া সিবিআই তদন্তের অনুরোধ করে একটি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর অ্যাকাউন্ট ট্যাগও করেন রিয়া।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)