এক্সপ্লোর
Advertisement
দেখুন ভিডিও: সুশান্ত যেন অবিকল শাহরুখ! 'ওম শান্তি ওমে'র গানে সকলকে চমকে দিয়েছিলেন এসএসআর
'তুমকো পায়া হ্যায় তো জ্যায় সে খোয়া হুঁ' - শাহরুখের ভঙ্গিমা অবিকল অনুকরণ করেন সুশান্ত। তা দেখে সেটের সকলেই মুগ্ধ।
মুম্বই: 'দিল বেচারা'। মুকেশ ছাবরার স্বপ্নপূরণের প্রথম সিঁড়ি। কাস্টিং ডিরেক্টর হিসেবে পরিচিত মুকেশের স্বপ্নই ছিল পরিচালনা করা। প্রথম ছবিতে যেন নায়ক হন সুশান্ত, আবদার ছিল বন্ধুর কাছে। প্রিয় বন্ধু রাখলেনও সে-কথা। কিন্তু রইলেন না মুক্তির সময়। ২৪ জুলাই, শুক্রবার Disney+ Hotstar এ।
তাঁর ঠিক আগে প্রকাশ্যে এল মুকেশের গলায় সুশান্তের স্মৃতিচারণের ভিডিও।
পরিচালক বললেন, কেমন দিল বেচারার ম্যানি? কেমনই বা তাঁর প্রিয় বন্ধু।
'শটের মাঝে অনেক কথা হত। পুরনো-নতুন নানা ছবি নিয়ে আলোচনা হত সবসময়।', বলছিলেন মুকেশ।
আর সুশান্তের মতো মানুষ মাঝ-মধ্যেই নানারকম ভাবে সেট মাতিয়ে দিতেন। সেই ছবি ধরা পড়েছে এই ভিডিওতেও।
দিল বেচারার ম্যানি আসলে রজনীকান্তের ফ্যান। অ্যাকশনে রজনী হলেও, আদব-কায়দায় অবিকল শাহরুখ।
একবার জামশেদপুরে পড়েছিল শ্যুটিংয়ের তাঁবু। সেখানে সময় পেয়েই 'ওম শান্তি ওমে'-এর গানের সঙ্গে অবিকল এসআরকে অবতারে সকলকে চমকে দেন এসএসআর।
'তুমকো পায়া হ্যায় তো জ্যায় সে খোয়া হুঁ' - শাহরুখের ভঙ্গিমা অবিকল অনুকরণ করেন সুশান্ত। তা দেখে সেটের সকলেই মুগ্ধ। দেখুন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement