এক্সপ্লোর
Advertisement
তারকার নজরে তারা! রাতের আকাশের ছবি পোস্ট করলেন সুশান্ত সিংহ রাজপুত
সোশ্যাল মিডিয়ায় তিনটি তারার ছবি পোস্ট করলেন বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত। লিখলেন, 'শেষ রাতের আকাশে বৃহস্পতি, শনি ও মঙ্গল গ্রহ ঠিক যেন একে অপরকে জড়িয়ে রয়েছে'।
মুম্বই: ঘরবন্দি হয়ে তারা দেখছেন তারকা! সোশ্যাল মিডিয়ায় তিনটি তারার ছবি পোস্ট করলেন বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত। লিখলেন, 'শেষ রাতের আকাশে বৃহস্পতি, শনি ও মঙ্গল গ্রহ ঠিক যেন একে অপরকে জড়িয়ে রয়েছে'।
লকডাউনের জেরে কমে গিয়েছে দূষণের মাত্রা। সকাল হোক বা রাত, আকাশের স্বচ্ছতা মুগ্ধ করছে বিভিন্ন জায়গার শহরবাসীকে। লকডাউনে মুম্বইতে নিজের বাড়িতে বসে ভোরের আকাশে চোখ রেখেছিলেন সুশান্ত সিংহ রাজপুত। ভোরের পরিষ্কার আকাশে তিনটে তারার ছবি দেখে মুগ্ধ সুশান্ত। ক্যামেরাবন্দি করে ইনস্টাগ্রামে পোষ্ট করলেন সেই ছবি। লিখলেন, 'সুপ্রভাত! শেষ রাতের আকাশে বৃহস্পতি, শনি ও মঙ্গল গ্রহ ঠিক যেন একে অপরকে জড়িয়ে রয়েছে'।
জ্যোতির্বিদ্যার প্রতি সুশান্তের আগ্রহ নতুন নয়। বাড়ির ছাদে টেলিস্কোপ রয়েছে তাঁর।
অবসরে সেই টেলিস্কোপে চোখ রেখে তারা দেখে সময় কাটাতে ভালোবাসেন তিনি। এর আগেও একাধিকবার তারা ও আকাশের বিভিন্ন ছবি পোস্ট করেছেন তিনি।
পোস্ট করেছেন টেলিস্কোপ চোখে লাগিয়ে তাঁর নিজের ছবিও। সর্বশেষ গোলাপি চাঁদের ছবিও পোস্ট করেছিলেন তিনি।
সুশান্তের এই পোস্টে একতা কপূর লেখেন, 'সুশিলাভ'। একাধিক মন্তব্য করেন অনুরাগীরাও। কেউ লেখেন, 'ভালো করে দেখো, ওরা একে অপরে জড়িয়ে নেই। করোনা আবহে তারারাও সোশ্যাল ডিসটেন্সিং বজায় রাখছে'। কেউ লেখেন, 'আপনি নিয়মিত আপনার অনুরাগীদের জন্য পোস্ট করবেন'। আবার একজন মজার ছলে লেখেন, 'সারারাত না ঘুমিয়ে তারা দেখছো?'
শেষবার 'ছিছোড়ে' ছবিতে অভিনয় করেছিলেন সুশান্ত।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement