এক্সপ্লোর
Advertisement
দু'হাতে সমান তালে লিখতে পারতেন সুশান্ত, ভিডিও দিলেন শ্বেতা
শ্বেতার শেয়ার করা ভিডিওতে সুশান্তকে কাগজের বাম এবং ডান দিক থেকে ‘কিছুই অসম্ভব নয়’ লিখতে দেখা যায়। উল্লেখ্য,এই যে দু হাত দিয়ে একই সঙ্গে, সমান তালে গতিতে লিখতে সক্ষম ছিলেন সুশান্ত, এটা থেকে বোঝা যায় তাঁর মস্তিষ্কের কার্যক্ষমতার প্রখরতা কতটা।
মুম্বই: ডান ও বাম দুই হাত দিয়েই সমান তালে, সমান গতিতে লিখতে পারতেন সুশান্ত সিং রাজপুত। যেন সব্যসাচী। দুই হাতই সমান কর্মক্ষম। সেই ভিডিওই এবার ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। ভিডিওটিতে সুশান্তের লেখা দেখে মনে হবে যেন আয়নার এপিঠ ওপিঠ। ভিডিওটি শেয়ার করেছেন সুশান্তের দিদি শ্বেতা সিং কৃতি। ক্যালপশনে তিনি লিখেছেন, ‘ বিরল জিনিয়াস… অ্যাম্বিডেক্সিটেরিটি- মিরর রাইটিং, বিশ্বের ১ শতাংশেরও কম মানুষের এটা করার ক্ষমতা রয়েছে।’ ভিডিও পোস্ট করে আদরের ভাইয়ের জন্য বিচারও চেয়েছেন দিদি শ্বেতা।
শ্বেতার শেয়ার করা ভিডিওতে সুশান্তকে কাগজের বাম এবং ডান দিক থেকে ‘কিছুই অসম্ভব নয়’ লিখতে দেখা যায়। উল্লেখ্য,এই যে দু হাত দিয়ে একই সঙ্গে, সমান তালে গতিতে লিখতে সক্ষম ছিলেন সুশান্ত, এটা থেকে বোঝা যায় তাঁর মস্তিষ্কের কার্যক্ষমতার প্রখরতা কতটা। এই ক্ষমতা কিন্তু খুবই বিরল। সারা বিশ্বের গুটিকয় মানুষের মধ্যে ই রয়েছে এই ক্ষমতা। শ্বেতা ক্যাপশনে লিখেছেন, বিশ্বের জনসংখ্য়ার ১ শতাংশেরও কম মানুষ এটি করতে সক্ষম।
আবার, অন্য একটি ভিডিওতে, সুশান্তকে একটি স্কুলে শিক্ষার্থীদের উৎসাহ দিতে দেখা গিয়েছিল। শ্বেতা সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করার সময় লিখেছিলেন, “ইয়ে থে মেরা ভাই ! মাই ব্রাদার দ্য বেস্ট,”। আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে সম্প্রতি, যেখানে ভক্তি ভরে কৃষ্ণ ভজন গাইতে শোনা গিয়েছে সুশান্তকে। নাচের পাশাপাশি গানও দিব্যি গাইতে পারতেন তিনি।জানা গিয়েছে, এই ভিডিওটি চলতি বছরেরই জানুয়ারি মাসের। দেখা গিয়েছে পরম ভক্তি ভরে কৃষ্ণের ভজন গাইছেন সুশান্ত। তা ছাড়াও সঠিক লক্ষ্যে বন্দুক ছোঁড়া, টেবিল টেনিস খেলা সবেরই ভিডিও ভাইরাল হয়েছে। শুধু অভিনয় না, অন্যট সব দিকেও একই রকম পারদর্শী ছিলেন সুশান্ত।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খুঁটিনাটি
Advertisement