Swara Bhaskar On Pathan: রাজনীতিবিদরা নিজেদের কাজে মন দিন, অভিনেত্রীদের পোশাকের দিকে নয়: স্বরা ভাস্কর
'বেশরম' বিতর্কে অকপট জবাব বিটাউন অভিনেত্রী স্বরা ভাস্করের।
মুম্বই: কোনও নিজের সোজাসাপটা বক্তব্য় রাখতে কখনও দ্বিধা বোধ করেননি বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর (Swara Bhaskar)।এবারও তার অন্য়থা হল না। 'পাঠান' ছবির গান ‘বেশরাম রং’নিয়ে বিভিন্ন মহলে যখন বিতর্ক তুঙ্গে, তখন রাজনীতিবিদদের একহাত নিলেন অভিনেত্রী।
শাহরুখ খান-দীপিকা পাড়ুকোন অভিনীত ছবি 'পাঠান'- এর গান ‘বেশরাম রং’মুক্তি পেতেই উঠেছিল সমালোচনার ঝড় । শাহরুখ-দীপিকা ঝলমলে রসায়ন মন কেড়েছিল দর্শকের। অন্যদিকে, দীপিকার বিকিনির রঙ নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। কেউ কেউ ছবিটিকে নিষিদ্ধ করার দাবিও তুলেছিলেন। রাজনৈতিক মহল ও সিনেমার সঙ্গে যুক্ত একাধিক ব্য়ক্তিও গেল গেল রব তুলেছিলেন।
এবার এই প্রসঙ্গেই রাজনীতিবিদদের জবাব দিলেন স্বরা। সম্প্রতি তাঁকে এবিষয়ে প্রশ্ন করা হলে, তিনি জানান,"রাজনীতিবিদদের উচিত তাদের কাজের দিকে মনোনিবেশ করা, অভিনেত্রীদের পোশাকের দিকে নয়"।
প্রসঙ্গত, খুব শীঘ্রই তিনি শুরু করত চলেছেন 'মিসেস ফালানি' ছবির শুটিং। পরিচালক মনীশ কিশোরের এই ছবিতে স্বরাকে নয়টি আলাদা আলাদা ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে।
অন্যদিকে, ২৫শে জানুয়ারী বড়পর্দায় মুক্তি পাচ্ছে 'পাঠান'। চার বছর পর শাহরুখের পর্দায় প্রত্য়াবর্তন দেখবেন বলে মুখিয়ে রয়েছে তাঁর আপামর ভক্তরা। এই ছবিতে শাহরুখ-দীপিকার পাশাপাশি দেখতে পাওয়া যাবে জন আব্রাহামকেও। এই ছবিতে একজন গুপ্তচরের ভূমিকায় অভিনয় করেছেন বলিউডের মস্তানি। যশ রাজ ফিল্মস প্রযোজিত 'পাঠান' মুক্তি পাচ্ছে হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায়।
আরও পড়ুন: নতুন অবতারে প্রিয়ঙ্কা চোপড়া, ভক্তদের জন্য় নিয়ে এলেন নতুন উপহার