এক্সপ্লোর
Advertisement
'এখনও কেউ দোষী প্রমাণিত হয়নি', 'মিডিয়া ট্রায়ালের' বিরোধিতা করে রিয়ার পাশে তাপসী পান্নু
সুশান্তের সঙ্গে ন্যায় হোক রিয়ার সঙ্গেও! 'মিডিয়া ট্রায়ালের' বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট অভিনেত্রী লক্ষী মাঞ্চুর। রিট্যুইট করে সমর্থন জানালেন তাপসী পান্নু।
মুম্বই: সুশান্তের সঙ্গে ন্যায় হোক রিয়ার সঙ্গেও! 'মিডিয়া ট্রায়ালের' বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট অভিনেত্রী লক্ষী মাঞ্চুর। রিট্যুইট করে সমর্থন জানালেন তাপসী পান্নু।
আজ সোশ্যাল মিডিয়ায় একটি বড় পোস্ট করেন লক্ষী মাঞ্চুর। সেই পোস্টে তিনি লেখেন, 'সুশান্তকাণ্ডে সুশান্তের সঙ্গে সঙ্গে রিয়াকেও ন্যায় বিচার দেওয়া উচিত। সংবাদমাধ্যম রিয়াকে বারবার কাঠগড়ায় তুলছে। আমি সত্যি জানি না কিন্তু জানতে চাই। আমার আইনের ওপর ভরসা রয়েছে। রিয়ার পরিবার যে মিডিয়া ট্রায়ালের মধ্যে দিয়ে যাচ্ছে সেই কষ্ট আমি অনুভব করতে পারছি। যতদিন না সত্যিটা সবার সামনে আসছে, আমি চাই রিয়াকে এভাবে দোষী সাব্যস্ত না করা হোক।'
তাপসী পান্নু এই পোস্টটি রিট্যুইট করে লেখেন, 'আমি রিয়া বা সুশান্ত কাউকেই ব্যক্তিগতভাবে চিনি না। আমি কেবল জানি, যে এখনও দোষী প্রমাণিত হয়নি তাকে দোষী বলা উচিত নয়। আইনকে নিজের হাতে তুলে নেবেন না। আইনের ওপর ভরসা রাখুন'।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement