২০২২ সালের অস্কারে ভারতের প্রতিনিধিত্ব করবে তামিল ছবি 'কোজাঙ্গল'
ছবিটি ৫০ তম 'রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'-এও দেখানো হয়েছিল। উত্তর আমেরিকার 'নিউ ডিরেক্টর্স নিউ ফিল্মস ফেস্টিভ্যাল'-এও ছবিটি প্রিমিয়ারের জন্য নির্বাচিত হয়েছিল।
নয়াদিল্লি: ৯৪ তম 'অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস'-এর মঞ্চে ভারতীয় ছবি হিসেবে ২০২২ সালের অস্কারের দৌড়ে প্রতিনিধিত্ব করবে তামিল ছবি ‘কোজাঙ্গল’। কলকাতায় বিজলি সিনেমায় ১৫ সদস্যের জুরি কমিটি মোট ১৪টি ছবির মধ্যে থেকে এই ছবিটিকেই বেছে নেন। ছবিটি পরিচালনা করেছেন পি এস ভিনোথরাজ। 'বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম' ক্যাটেগরিতে মনোনীত হয়েছে ছবিটি।
রাওডি পিকচার্স ব্যানারের অধীনে ছবিটি প্রযোজনা করেছেন নয়নতারা ও ভিগ্নেশ শিবন। ছবির অস্কারে মনোনয়নের খবর শেয়ার করে ট্যুইটারে একটি পোস্ট করেন ভিগ্নেশ শিবন। উচ্ছ্বসিত ভিগ্নেশ লেখেন, 'এটা শোনার একটা সুযোগ তৈরি হল! "অ্যান্ড দ্য অস্কার গোজ টু..."জীবনের স্বপ্নপূরণ হওয়ার থেকে দুই কদম পিছিয়ে শুধু। এর থেকে বেশি খুশি, গর্বিত হতে পারতাম না।'
There’s a chance to hear this!
— Vignesh Shivan (@VigneshShivN) October 23, 2021
“And the Oscars goes to …. 🎉🎉🥰🥰🥰🥰 “
Two steps away from a dream come true moment in our lives …. ❤️❤️🥰🥰🥰🥰🥰🥰🥰#Pebbles #Nayanthara @PsVinothraj @thisisysr @AmudhavanKar @Rowdy_Pictures
Can’t be prouder , happier & content 💝 pic.twitter.com/NKteru9CyI
চেল্লাপান্ডি ও কারুত্থাদাইয়াঁ অভিনীত 'কোজাঙ্গল' সিনেমাটি তৈরি হয়েছে পরিচালক পি এস ভিনোথরাজের পরিবারের ওপর ভিত্তি করেই। তাঁর পরিবারের গল্পই তাঁকে গোটা ছবিটি তৈরি করতে অনুপ্রাণিত করে এবং পুরো শ্যুটিংটি মাত্র ৩০ দিনে শেষ হয়।
ছবিটি ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি, নেদারল্যান্ডসে অনুষ্ঠিত ৫০ তম 'রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'-এও দেখানো হয়েছিল। উত্তর আমেরিকার 'নিউ ডিরেক্টর্স নিউ ফিল্মস ফেস্টিভ্যাল'-এও ছবিটি প্রিমিয়ারের জন্য নির্বাচিত হয়েছিল।
'কোজাঙ্গল' ছবিটি এক শিশুর গল্প বলে, যে তার মদ্যপ বাবার সঙ্গে নিজের মায়ের খোঁজে যাত্রা শুরু করে, যেখানে মা অত্যাচারের হাত থেকে বাঁচতে পালিয়ে যায়।